এখন পড়ছেন
হোম > অন্যান্য > চারবার ডায়ালিসিসের পরেও গভীর সঙ্কটে সৌমিত্রবাবু, ভাবাচ্ছে কিডনি, দিশেহারা চিকিৎসক দল

চারবার ডায়ালিসিসের পরেও গভীর সঙ্কটে সৌমিত্রবাবু, ভাবাচ্ছে কিডনি, দিশেহারা চিকিৎসক দল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ৬ই অক্টোবর করোনা আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন বাংলার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সেইসময় তাঁর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটা কমে গেলেও পরবর্তীকালে তাঁকে রক্ত দেওয়া হয়। সেই সঙ্গে প্লাসমা থেরাপি করার পর তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে বলেও জানা যায়।

কিন্তু এরই মধ্যে তাঁর শারীরিক অবস্থা আরো সংকটজনক হয়ে পড়ে। কিন্তু হাল ছাড়েননি তিনি। প্রায় ১ মাস ধরে লড়াই করে চলেছেন তিনি। বস্তুত করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও তাঁর সংজ্ঞা ফিরতে বেশ সময় লাগে। সেইসঙ্গে আস্তে আস্তে তাঁর স্নায়বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

বস্তুত এরপর আবারও খারাপের দিকে গড়ায় তাঁর শারীরিক পরিস্থিতি। জানা যায়, কিডনি সংক্রান্ত সমস্যা নিয়ে আপাতত চিন্তায় রয়েছেন চিকিৎসকেরা। সম্প্রতি সেই নিয়ে জানা গেছে ইতিমধ্যেই চারবার ডায়ালিসিস হয়ে গিয়েছে তাঁর। তবুও গতকাল তিনি স্বাভাবিকের থেকে অনেকটাই কম মূত্র ত্যাগ করেছেন বলে জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত তাঁর বয়স এখন ৮৫ বছর। সেই সঙ্গে তাঁর কোমরবিডিটি সংক্রান্ত সমস্যা রয়েছে। যার জন্যই তাঁর শারীরিক পরিস্থিতি এতটা খারাপ হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে তাঁর শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই ছোট ছোট ভাগে ডায়ালিসিস করছেন চিকিৎসকেরা। তবে এবার চিকিৎসকেরা তাঁর কিডনির সমস্যার কোন চূড়ান্ত সমাধানের কথা ভাবছেন বলেই জানা গেছে।

সেইজন্য আজই তাঁর এই সমস্যার বিষয়টি সংক্রান্ত আলোচনা করার জন্য নেফ্রলজি বোর্ড আলোচনায় বসবে বলেও জানা গেছে। সেইসঙ্গে গতকাল রাতে হাসপাতালের তরফে জানানো হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের রক্তে হিমোগ্লোবিন একেবারে নিচের দিকে নেমে যাচ্ছে। তাই তাঁর ট্রাকিওস্টোমি করার কথাও ভাবা হচ্ছে বলে জানা গেছে।

তবে এই মুহূর্তে তাঁর শরীরে যেহেতু কোনো রক্তক্ষরণ হয়নি এবং ভেন্টিলেশনের মাত্রাও বাড়ানোর প্রয়োজন হয়নি, তাই আপাতত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে নারাজ চিকিৎসকেরা। সেই সঙ্গে কিডনির সমস্যা থাকলেও তাঁর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ সচল রয়েছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর সঙ্গে এখনও তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!