এখন পড়ছেন
হোম > অন্যান্য > কেমন আছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়! এক নজরে জেনে নিন তাঁর শারীরিক অবস্থার আপডেট

কেমন আছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়! এক নজরে জেনে নিন তাঁর শারীরিক অবস্থার আপডেট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট– করোনা সংক্রমনের শুরুর দিকেই সিনেমা জগতের অনেক অভিনেতা-অভিনেত্রীদের করোনা আক্রান্ত হবার খবর পাওয়া গিয়েছিল। যার মধ্যে ছিলেন রঞ্জিত মল্লিক এবং তাঁর পরিবার। তবে এরপর কোয়েল মল্লিক, তাঁর স্বামী, বাবা-মা সহ সকলেই বর্তমানে করোনা থেকে মুক্ত হয়েছেন। কিন্তু এরই মাঝে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার কথা।

তাঁর করোনা আক্রান্ত হওয়ার পরে কেটে গেছে অনেকগুলো দিন। গত ৬ই অক্টোবর মধ্য কলকাতার বেলভিউ নার্সিংহোমে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে শুক্রবার জানা যায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। তাই তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে প্লাজমা থেরাপির কথা জানানো হয়।

সেই সঙ্গে এই ঘটনা চিন্তার বিষয় হয়ে সিনেমা জগতের। কারণ তাঁর মত এমন বর্ষিয়ান অভিনেতার ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একেবারে বট গাছের মতোই। তাই বর্তমান পরিস্থিতিতে তাঁর এই শারীরিক অবস্থার খবর স্বভাবতই উত্তেজনা ছড়িয়েছিল অনুরাগী থেকে অভিনেতা সকলের মনে। তবে সম্প্রতি জানা গেছে দ্বিতীয় বার প্লাজমা থেরাপি করার পরে তাঁর করোনা পরিস্থিতির কিছুটা উন্নত হয়েছে।

কিন্তু চিন্তার বিষয় হল সেইসঙ্গে বেড়েছে তাঁর শারীরিক অস্থিরতা। তাই এখন শারীরিক অস্থিরতা নিয়ন্ত্রণ করাই ডাক্তারদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে তাঁর ঘুম কমে গিয়েছে বলেও জানা গেছে। সময়ে সময়ে আচ্ছন্ন হয়ে থাকছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হাসপাতাল সূত্রে খবর পাওয়া গিয়েছিল, করোনা আক্রমণের সঙ্গে সঙ্গে তাঁর মূত্রনালীতে সংক্রমণ রয়েছে। এবং সেই সংক্রমণ তাঁর শরীরে ছড়িয়ে পড়েছে বলেও জানা গিয়েছিল। তবে তাঁর এমআরআই রিপোর্টে অবশ্য তেমন কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি বলেই জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। সেইসঙ্গে করোনা চিকিৎসার সঙ্গে সঙ্গে তাঁর মূত্রনালীর সংক্রমনেরও চিকিৎসা চলছে বলেও জানানো হয়েছিল।

তবে সোমবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে অক্সিজেনের মাত্রা হঠাৎ করে কমতে থাকায় আশঙ্কা দেখা যায় চিকিৎসকদের মধ্যে। তবে সেই সময় তাঁকে ইনভেসিভ ভেন্টিলেশন রাখার সিদ্ধান্ত নেন ডাক্তারেরা। তবে সম্প্রতি হাসপাতাল সূত্রে প্রকাশিত মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে যে তাঁর শারীরিক পরিস্থিতি আগের থেকে কিছুটা হলেও উন্নত হয়েছে। সেই সঙ্গে জোরকদমে চলছে তাঁর করোনা চিকিৎসা। সেই সঙ্গে গত কয়েকদিন ধরে তাঁকে যে ওষুধ দেওয়া হচ্ছিল তাও অপরিবর্তিত রয়েছে বলেই জানানো হয়েছে হাসপাতালে তরফ থেকে।

অন্যদিকে তাঁর অঙ্গ-প্রত্যঙ্গের সাড় থাকায় তা স্বাভাবিক রয়েছে বলেই মনে করছেন ডাক্তারেরা। সেইসঙ্গে তাঁর শরীরে সোডিয়াম পটাশিয়ামের তারতম্য দেখা গেলেও তা এখন আয়ত্তে আনা গেছে বলেই জানানো হয়েছে তাই বাইপ্যাপ সাপোর্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সেইসঙ্গে তাঁকে যে ভেন্টিলেটরে রাখা হয়েছিল সেখান থেকেও বার করে নিয়ে আসা হয়েছে বলেই তথ্য সূত্রে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!