এখন পড়ছেন
হোম > রাজ্য > সৌমিত্র খাঁয়ের বিজেপি যোগে আখেরে লাভ হল তৃণমূল কংগ্রেসের দাবি শাসকদলের জেলা নেতৃত্বের

সৌমিত্র খাঁয়ের বিজেপি যোগে আখেরে লাভ হল তৃণমূল কংগ্রেসের দাবি শাসকদলের জেলা নেতৃত্বের


যারঁ হাত ধরে কংগ্রেস থেকে তৃণমূলে এসে কার্যত তড়িৎ গতিতে উত্থান হয়েছিল তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য সৌমিত্র খাঁয়ের, সেই তৃণমূলেরই প্রাক্তন সেকেন্ড কমেন্ট মুকুল রায়ের হাত ধরেই এবার সৌমিত্র বাবুর বিজেপিতে অভিষেক ঘটল। গতকাল দিল্লিতে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন সৌমিত্র খাঁ।

আর এই ঘটনার পর থেকেই গোটা রাজ্য রাজনীতি তোলপাড় হতে শুরু করে। অনেকেরই প্রশ্ন, তাহলে কি লোকসভা ভোটের আগে মুকুল রায়ের হাত ধরেই ভাঙতে চলেছে তৃণমূল কংগ্রেস? আসন্ন লোকসভা নির্বাচনের আগে বর্তমান দলীয় সাংসদ সৌমিত্র খাঁয়ের বিজেপিতে যোগদান শাসক দলের অন্দরের অস্বস্তিকে কি আরও বাড়াবে না?

বিজেপি অবশ্য এই ব্যাপারে আশার আলো দেখলেও তৃণমূল সৌমিত্র খাঁয়ের বিজেপিতে যোগদানের বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের দাবি, আগামী দিনে বিষ্ণুপুর লোকসভায় তারা অনেক বেশি মার্জিনে জয়লাভ করবে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

প্রসঙ্গত উল্লেখ্য, গত 2011 সালের বিধানসভা নির্বাচনের আগে এই সৌমিত্র খাঁ অতটা পরিচিত ছিলেন না। কিন্তু সেই বছরই বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে কোতুলপুরে কংগ্রেসের চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সৌমিত্র বাবু। আর এই নির্বাচনে জয়লাভের পর থেকেই তৎকালীন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়ের সংস্পর্শে আসতে শুরু করেন সৌমিত্র খাঁ।

এমনকি মুকুলবাবুর ইচ্ছেতেই 2014 র লোকসভা নির্বাচনে তৃণমূলের তরফে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয় তাঁকে। পরবর্তীতে তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভাপতি পদ থেকে শুভেন্দু অধিকারীকে সরিয়ে সেই সৌমিত্র খাঁকেই দায়িত্ব দেওয়া হয়। কিন্তু যার হাত ধরে তৃণমূলে এত গুরুত্ব বাড়ছিল শাসক দলের এই প্রাক্তন সংসদ সদস্যের, সেই মুকুল রায় দলে কোণঠাসা হয়ে যাওয়ার পর থেকেই কার্যত গুরুত্ব হারাতে শুরু করেন এই সৌমিত্র খাঁ।

এমনকি যুব তৃনমূলের সভাপতি পদ থেকে তাঁকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুব সভাপতি পদে বসানো সৌমিত্রবাবুর সঙ্গে দলের আরও দূরত্ব সৃষ্টি হয়। তবে কিছুদিন আগেই ছাতনার প্রশাসনিক বৈঠকে খোদ দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই সৌমিত্র খাঁকে উদ্দেশ্য করে বলেছিলেন, “শোনো, আমি তোমাকে টিকিট দিয়েছিলাম। বেশি এদিক ওদিক করবে না।”

আর এরপর থেকেই তীব্র অস্বস্তিতে পড়তে হয় বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদকে। এদিকে বিভিন্ন সময়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিভিন্ন দল বিরোধী মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন এই সৌমিত্র খাঁ। অবশেষে গত মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লি থেকেই ফেসবুক লাইভ করে বিষ্ণুপুরের এসডিপিও সুকমল কান্তি দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন সৌমিত্র বাবু।

আর যে ঘটনার পরই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। আর তারপরই গতকাল নয়াদিল্লিতে বিজেপিতে যোগদান করেন তিনি। কিন্তু সৌমিত্র খাঁয়ের বিজেপিতে যোগদান কি লোকসভা ভোটের আগে অস্বস্তি বাড়াবে না তৃণমূলের? এদিন এই প্রসঙ্গে বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি অরূপ খাঁ বলেন, “সৌমিত্র বাবুর সঙ্গে আমাদের বেশ কিছুদিন ধরে তেমন কোনো যোগাযোগ ছিল না। তাই ওর দলবদলে কোন প্রভাব পড়বে না। আমরা গতবারের থেকেও এবারে বিষ্ণুপুর আসনে বেশি ব্যবধানে জয়লাভ করব।”

অন্যদিকে সৌমিত্র খাঁয়ের বিজেপিতে যোগদান বিষ্ণুপুরে গেরুয়া শিবিরের সংগঠনে অনেকটাই শক্তি বৃদ্ধি করবে বলে দাবি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি স্বপন ঘোষের। অন্যদিকে দল ছাড়ার পরপরই এদিন নয়াদিল্লিতে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে জোর কটাক্ষ করে তিনি বলেন, “রাজ্যে পুলিসিরাজ চলছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিজেপিতে যোগ দিয়েছি। আর আমার দল ত্যাগের ফলে তৃণমূলের লাভ না ক্ষতি হবে তা আগামী দিনে মানুষই দেখতে পাবেন।”

সব মিলিয়ে এখন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁয়ের বিজেপিতে যোগদান তৃণমূলের ক্ষতি নাকি, বিজেপির লাভের দিকেই যায় তা বোঝা যাবে আগামী লোকসভা ভোটের ভোট বাক্স খোলার পরই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!