এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দায়িত্বভার নিয়েই বেলাগাম সৌমিত্র! পড়তে পারেন বড়সড় বিপদে, জোর জল্পনা রাজ্যে!

দায়িত্বভার নিয়েই বেলাগাম সৌমিত্র! পড়তে পারেন বড়সড় বিপদে, জোর জল্পনা রাজ্যে!


সম্প্রতি বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি দায়িত্ব পেয়েছেন তিনি। এতদিন শুধুমাত্র সাংসদ ছিলেন সৌমিত্র খাঁ। তবে সাংসদ থাকার সময় থেকেই তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত মন্তব্য করতে দেখা গেছে তাকে। আর এবার দলের সংগঠনের দায়িত্ব পেয়ে আরো শক্তিশালী হয়ে ময়দানে নেমে করলেন এই বিজেপি সাংসদ। যেখানে জেলা পুলিশ সুপারকে চড় মারার হুঁশিয়ারি দিতে দেখা গেল তাকে।

সূত্রের খবর শনিবার বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে সৌমিত্র খাঁ কে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি হওয়ার জন্য সংবর্ধনা জানাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানে এসেই বক্তব্য রাখতে উঠে বাঁকুড়া জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ করেন সৌমিত্রবাবু।

তিনি বলেন, “বারাসাতে দাঁড়িয়ে বলছি, পুলিশ সুপার যদি মনে করেন আমার গাড়ি আটকাবেন, তাহলে আমি এসপিকে চড় মারতেও পিছপা হব না।” আর বিজেপির রাজ্য যুব মোর্চার সভাপতি তথা সাংসদের এই বিতর্কিত মন্তব্য ঘিরে এখন শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। একজন জনপ্রতিনিধি হিসেবে প্রশাসনের কর্তা ব্যক্তির উদ্দেশ্যে এই মন্তব্য করা কি ঠিক, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিশেষজ্ঞরা।আর এই ধরণের মন্তব্যের জন্য তাঁকে বড়সড় বিপদেও পড়তে হতে পারে বলে মত রাজনৈতিকমহলের। পুলিশকে চড় মারার কথা বলার কারণে তাঁর বিরুদ্ধে মামলাও হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শাসক দলের সঙ্গে বিরোধীদের রাজনৈতিক বিরোধিতা থাকবে। কিন্তু তার জন্য একজন প্রশাসনিক কর্তাকে এভাবে বিরোধীদলের নেতা হুঁশিয়ারি দিতে পারেন কিনা, সেই ব্যাপারে প্রশ্ন তুলেছেন অনেকেই। কেননা যে বিজেপি ক্ষমতায় আসার স্বপ্নে এখন বিভোর হয়ে রয়েছে, সেই বিজেপির নেতারা যদি এখন থেকে প্রশাসনের কর্তাব্যক্তিদের এই ধরনের হুঁশিয়ারি দেন, তাহলে ভবিষ্যৎ অত্যন্ত করুণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিনের দলীয় সভা থেকেও তৃণমূলের বিরুদ্ধে হতে দেখা যায় সৌমিত্র খাকে। তিনি বলেন, “তৃণমূল থাকার সময় আমি বলেছিলাম সিন্ডিকেট, তোলা শিল্প বন্ধ করতে হবে। তখন আমায় বলা হয়, তৃণমূল করলে এটাই করতে হবে। আমি প্রতিবাদ করেছিলাম বলে আমার ওপর মামলা হয়েছিল।”

প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর নানা বিষয়ে মন্তব্য করে বিতর্কের শিরোনামে চলে এসেছিলেন সৌমিত্র খাঁ। আর এযুব সংগঠনের দায়িত্ব পাওয়ার পর যেভাবে তিনি পুলিশ সুপারের বিরুদ্ধে মন্তব্য করলেন, তাতে রীতিমত আলোড়ন পড়ে গেল রাজ্য রাজনীতিতে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!