দলবদলে সৌমিত্র খাঁ নাকি মন্ত্রী শ্যামল সাঁতরা – বিষ্ণুপুরের হাওয়া কেমন ভোটের দিনে? পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া রাজ্য May 13, 2019 গত 2014 সালের লোকসভা নির্বাচনে প্রবল মমতা ঝড়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের জয়লাভ করেছিলেন তৃণমূলের সৌমিত্র খাঁ। কিন্তু 5 বছর পূর্ণ হওয়ার সাথে সাথেই এবারের লোকসভা নির্বাচনের আগে সেই সৌমিত্র খাঁ তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। আর তারপরই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সৌমিত্র খাঁয়ের নাম ঘোষণা করে বিজেপি। অন্যদিকে সৌমিত্রবাবুকে “গদ্দার” বলে আখ্যা দিয়ে পাল্টা তৃণমূলের তরফে প্রার্থী করা হয় রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরাকে। আর সৌমিত্র বনাম শ্যামলের এই লড়াইয়ে কে শেষ হাসি হাসবে তা নিয়েই এখন রাজনৈতিক মহলে চলছে জোর চাপানউতোর। ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনে গতকালই সেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে। কিন্তু দিনভর কেমন হল ভোট! প্রসঙ্গত, এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খণ্ডঘোষ বিধানসভার অধীনে গলসিতে ভোটের দিন বড়সড় গন্ডগোলের আশঙ্কা থাকলেও দিনের শেষে দেখা গেল যে সেখানে নির্বিঘ্নেই ভোট পর্ব সম্পন্ন হয়েছে। তবে কিছু বুথে বিরোধীদের এজেন্ট ঢুকতে না দেওয়া এবং ভোটারদের প্রভাবিত করবার জন্য তৃণমূলের এক এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। অন্যদিকে তৃনমূলের তরফে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলা হয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - পাশাপাশি দুই – একটি জায়গায় ইভিএম খারাপ থাকার জন্য দেরিতে ভোট প্রক্রিয়া শুরু হতেও দেখা গেছে। তবে গলসীতে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হলেও এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অধীনে বেড়ুগ্রাম পঞ্চায়েতের দুবরাজহাট 117 নম্বর সর্বশিক্ষা কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাওয়ার সময় হামলার শিকার হতে হল 4 বিজেপি কর্মীকে। জানা গেছে, স্থানীয় ঘোড়ারপাড়ার বিজেপি কর্মী মানিক বাগদিকে ভোটগ্রহণ কেন্দ্রের সামনেই মারধর করতে দেখা যায় শাসকদলের লোকজনদের। আর এরপরই সেই বিজেপি কর্মীকে বাঁচানোর জন্য সেখানে ছুটে যান তার বউমা সীমা বাগদী, নাতি বকুল বাগদী এবং প্রতিবেশী বরুণ বাগদী। জানা গেছে, তারাও এই ঘটনায় হামলার শিকার হয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠুভাবেই গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানান খন্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগ এবং ব্লক তৃণমূল সভাপতি অপার্থিব ইসলাম। তবে এদিন সকাল থেকেই খণ্ডঘোষের বিভিন্ন জায়গায় বহিরাগতদের দাপাদাপি লক্ষ্য করা গেছে।এদিকে দুপুরে বহিরাগতদের দারা বেড়ুগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথটি ঘিরে ফেলা হয়েছে বলে অভিযোগ আসে। পরে কুইক রেসপন্স টিম আসলে সেই বহিরাগতরা এলাকা ছাড়ে। সব মিলিয়ে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট হলেও এখন কে বিষ্ণুপুরে শেষ হাসি হাসে তা দেখবার জন্য অপেক্ষা করতেই হবে আগামীতে 23 মে পর্যন্ত। আপনার মতামত জানান -