এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সৌমিত্র খেল শুরু করতে ঘুম উড়ছে তৃণমূলের? সামাল দিতে আসরে অভিষেক! প্রশ্ন একটাই – পারবেন কি?

সৌমিত্র খেল শুরু করতে ঘুম উড়ছে তৃণমূলের? সামাল দিতে আসরে অভিষেক! প্রশ্ন একটাই – পারবেন কি?


লোকসভা নির্বাচনের আগেই ‘পিসি-ভাইপোর’ উপর একরাশ ক্ষোভ উগরে দিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। আর এরপরেই তাঁর বিরুদ্ধে পাল্টা অভিযোগের পাশাপাশি একাধিক মামলা করেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা-কর্মী। সৌমিত্র খাঁ সেইসব মামলাকে ভুয়ো বলে আখ্যা দিলেও, আদালতের রায়ে তিনি নির্বাচনের প্রচারেও যেতে পারেন নি ! একজন প্রার্থী যখন প্রচারই করতে পারেন না, স্বাভাবিকভাবেই তিনি অনেক পিছিয়ে থেকে লড়াই শুরু করেন।

কিন্তু, সৌমিত্র খাঁ নিজের ক্যারিশমার জোরে সেই লড়াই হাসতে হাসতে জেতেন! তাঁর বিরুদ্ধে রাজ্যের হেভিওয়েট মন্ত্রীকে প্রার্থী করেও দাঁত ফোটাতে পারে না রাজ্যের শাসকদল। আর এইভাবে নিজের জনভিত্তি প্রমান করে দেওয়া নজর এড়ায় নি খোদ নরেন্দ্র মোদী বা অমিত শাহের। ফলে, এই তরুণ তুর্কির হাতেই দেওয়া হয়েছে আরও বড় ক্ষমতা। দিলীপ ঘোষের নেতৃত্বে নতুন যে রাজ্য কমিটি ঘোষিত হয়েছে – সেখানে সৌমিত্র খাঁকে দেওয়া হয়েছে যুব সভাপতির পদ।

আর নতুন দায়িত্ব পেতেই, আরও তীব্র বেগে ঝাঁপিয়ে পড়েছেন বিষ্ণুপুরের সাংসদ। রোজই প্রায় ঘর ভাঙছেন শাসকদলের, নিচ্ছেন একের পর এক কর্মসূচী, দিচ্ছেন একের পর এক হুঙ্কার। সৌমিত্রবাবু দায়িত্ব নেওয়ার পর এই অল্প কয়েক দিনেই বিজেপির যুব শাখা কার্যত ঝড় তুলে দিয়েছে রাজ্য রাজনীতিতে বলে অভিমত রাজনৈতিক পর্যবেক্ষকদের। তাঁদের মতে, সৌমিত্র খাঁয়ের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রভাব বঙ্গ রাজনীতিতে এতটাই বেশি করে পড়ছে যে অবস্থা সামাল দিতে আসরে নামতে হয়েছে তৃণমূলের অঘোষিত দুনম্বর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

প্রসঙ্গত, সৌমিত্র খাঁকেই সরিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের যুব শাখার দায়িত্ব নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন। সেই ‘পরিবর্তন’ আজ কম দিন হল না। কিন্তু, তৃণমূলের যুব শাখা গতানুগতিক রাজনৈতিক গন্ডির বাইরে এতদিন সেভাবে কোনোদিন বেরোনোর চেষ্টাও করে নি। কিন্তু, সৌমিত্র খাঁ বিজেপির যুব সভাপতি হিসাবে ঝড় তোলার পর হঠাৎ করেই তৃণমূলের ‘যুবরাজ’ ‘বাংলার যুবশক্তি’ নামে এক নতুন কর্মসূচির ঘোষণা করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূল সূত্রের খবর, এই কর্মসূচীকে নাকি অরাজনৈতিক রাখা হবে! কিন্তু, যে কর্মসূচীর নিয়ন্ত্রণ থাকবে যুব তৃণমূলের হাতে, যাকে ‘মনিটর’ করবে তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর, যে কর্মসূচীতে অংশগ্রহণ করানো হবে রাজ্যের সোয়া এক লক্ষ যুবক-যুবতীকে, যে কর্মসূচীতে সরাসরি বৈঠক করে নির্দেশ দেবেন তৃণমূলের অঘোষিত সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় – তাকে ‘অরাজনৈতিক কর্মসূচী’ বলা অনেকটা কি ‘সোনার পাথরবাটি’ নয়? প্রশ্নটা তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সৌমিত্র খাঁ দায়িত্ব নিয়েই যেভাবে বীরেন্দ্র শেহবাগ স্টাইলে চালিয়ে খেলতে শুরু করেছেন, তাতে দিন যত গড়াবে খেলাটা শাসকদলের হাতের বাইরে বেড়িয়ে যাবার প্রবল সম্ভাবনা! একই সঙ্গে প্রশ্ন – এই কথা বুঝেই কি টীম পিকে তড়িঘড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এই কর্মসূচী তৈরী করেছে? ২০২১-এর নির্বাচনের ডিসাইডিং ফ্যাক্টরগুলির অন্যতম হতে চলেছে ছাত্র ও যুব ভোট! সেই ভোটে যে বিজেপি এবার বড়সড় থাবা বসাবে তা কার্যত নিশ্চিত। আর তাই, তা আটকাতে আসরে নামতে হল স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

এদিকে তৃণমূলের এইকর্মসূচির খবর সামনে আসতেই সৌমিত্রর অনুগামী সহ বিজেপি নেতারা কটাক্ষ করতে শুরু করেছেন। তারা মনে করাচ্ছেন সেই পুরোনো দিনের কথা – সৌমিত্র খাঁ যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দল থেকে আবর্জনা পরিষ্কার হল! এইরকম সৌমিত্র খাঁ তৃণমূল নাকি এক রাত্রে ৫ লক্ষ তৈরী করতে পারে! অন্যদিকে, সৌমিত্র খাঁ পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন – বাঁকুড়া আসনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে জিতে দেখাক স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়! বাঁকুড়াতে দাঁড়ানোর চ্যালেঞ্জ অবশ্য নেন নি তৃণমূলের যুবরাজ।কিন্তু, বিষ্ণুপুরের পাশাপাশি বাঁকুড়াও জিতে দেখিয়েছিল বিজেপি।

আর এখানেই প্রশ্ন ছুড়েছে বিজেপি যে, এক রাত্রে পাঁচ লক্ষ সৌমিত্র খাঁ তৈরির হুঙ্কার ছাড়লেও, যে সৌমিত্র খাঁ নির্বাচনী প্রচারে নিজের এলাকাতেই ঢুকতে পারলেন না, তাঁকে হারাতে পর্যন্ত পারলেন না। সৌমিত্র খাঁয়ের অনুগামীদের কথায় ‘তাঁকে আটকাতেই পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাই, রাজনৈতিক মহলের প্রশ্ন – লোকসভার লড়াইয়ে হয় নি, তবে বাংলার যুবসমাজের হৃদয় জয় করতে পারবেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? নাকি এবারেও বাজিমাত করবেন ‘বিষ্ণুপুরের বেতাজ বাদশা’ সৌমিত্র খাঁ? উত্তরের অপেক্ষায় রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!