এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও হবেন সৌরভ গাঙ্গুলী , দাবি ঘিরে জল্পনা তুঙ্গে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও হবেন সৌরভ গাঙ্গুলী , দাবি ঘিরে জল্পনা তুঙ্গে

শুধু ক্রিকেটের দুনিয়াতেই নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও হবেন সৌরভ গাঙ্গুলী এমনটাই দাবি জানালেন বীরেন্দ্র শেহবাগ।এদিন বীরেন্দ্র শাহবাগ দাবি করেন যে, তিনি নাকি সৌরভ গাঙ্গুলি সম্পর্কে দু’টি ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার প্রথমটি হলো বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হেবন দাদা যা সৌরভ গাঙ্গুলিহয়েছেন আর দ্বিতীয়টি হলো দাদা একদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। যার অপেক্ষায় এখন রয়েছেন তিনি।

এদিন তিনি বলেন যে, “যখন প্রথম শুনলাম দাদা বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়েছেন, তখন ২০০৭ সালের কেপ টাউনের একটা ঘটনার কথা মনে পড়ল। কেপ টাউনের সেই ম্যাচে আমি আর ওয়াসিম জাফর তাড়াতাড়ি আউট হয়ে যায়। শচীনের চার নম্বরে ব্যাট করার কথা ছিল। কিন্তু তিনি কোনও কারণে মাঠে যাওয়ার মতো পরিস্থিতিতে ছিলেন না। সেসময় সৌরভকে বলা হলো চার নম্বরে ব্যাট করতে। দাদা দীর্ঘদিন বাদে দলে ফিরছিলেন। আর দক্ষিণ আফ্রিকায় প্রচুর চাপ ছিল সেসময়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সাথেই তিনি বলেন যে, “কিন্তু সেই চাপ যেভাবে তিনি সামলালেন, সেটা শুধু তিনিই পারতেন। সেদিনই আমরা ড্রেসিং রুমে সবাই মিলে ঠিক করি, যদি কোনও দিন আমাদের মধ্যে কেউ বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হতে পারেন, তাহলে তিনি হবেন দাদা। আমি তো এটাও বলেছিলাম, যে দাদা একদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। একটা ভবিষ্যদ্বাণী পূরণ হয়ে গেছে। আর একটা পূরণ হওয়ার অপেক্ষায় আছি।”

প্রসঙ্গত, বিসিসিআইয়ের সভাপতি পদে মনোনয়ন দেওয়ার আগে বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র সঙ্গে সৌরভের একটি বৈঠক হয়,যা ঘিরে জোর জল্পনা ছড়ায় যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। শুধু তাই নয়, এও জল্পনা ছড়ায় যে ২০২১ এ তিনিই রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রী মুখ।

তবে সেই জল্পনা খোদ সৌরভ গাঙ্গুলী নাকচ করে দিয়েছেন। কিন্তু তাঁর অসংখ অনুরাগী তাঁকে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে আগ্রহী সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আর এদিকে শাহবাগের কথায় সেই জল্পনা ফের উস্কে দিলো তা বলাই যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!