এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সৌরভ গঙ্গোপাধ্যায়কে দলে বিশেষভাবে স্বাগত জানাবার কথা জানালেন বিজেপির কেন্দ্রীয় নেতা

সৌরভ গঙ্গোপাধ্যায়কে দলে বিশেষভাবে স্বাগত জানাবার কথা জানালেন বিজেপির কেন্দ্রীয় নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতমাসের বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে বাংলার ভূমিপুত্ররাই যথেষ্ট। বাংলার মুখ্যমন্ত্রী হবেন এই বাংলা থেকেই। এরপর গত ২৭ সে ডিসেম্বর রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তার পরদিন অর্থাৎ, গত ২৮ সে ডিসেম্বর দিল্লিতে বিশেষ অনুষ্ঠানে এক মঞ্চে আসেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সেদিন দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নিকটে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানে যোগদান করেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে ঘটনাকে কেন্দ্র করে নানা জল্পনা ছড়ায়। তবে, এর পরই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাকে ভর্তি করা হয় উডল্যান্ডস হাসপাতালে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য তাঁকে দেখতে এসে জানিয়েছেন যে, অতিরিক্ত চাপের কারণে অসুস্থ হয়ে পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্য জগতের মানুষ তিনি। সেখানেই তিনি প্রিয় হয়ে থাকুন। কেউ কেউ মনে করছেন, তাঁকে ব্যবহার করে স্বার্থসিদ্ধি করা যাবে। কেউ তাঁকে ব্যবহার করে রাজনৈতিক লাভ করতে চাইছেন। যা কোনোভাবেই কাম্য নয়। তিনি আরো জানিয়েছেন যে, এ সময় কেউ যেন তাঁকে কোনো রকম চাপ না দেন।

আজ, এ প্রসঙ্গেই বিশেষ তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরবিন্দ মেনন। আজ কাটোয়ায় চায়ে পে চর্চার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা অরবিন্দ মেনন। এই অনুষ্ঠান থেকে তিনি জানালেন যে, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এর উপরে কোন চাপই নেই। তিনি হলেন বাংলার বাঘ। তিনি যদি বিজেপিতে আসেন, তবে কার্পেট পেতে, ফুল দিয়ে তাঁকে দলে স্বাগত জানাবেন তাঁরা। তাঁর এই মন্তব্যে যথেষ্ট জল্পনা ছড়ালো রাজনীতি মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!