এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সৌরভ গাঙ্গুলী কি মুখ্যমন্ত্রী মুখ? বিজেপি যোগের জল্পনা তুঙ্গে!

সৌরভ গাঙ্গুলী কি মুখ্যমন্ত্রী মুখ? বিজেপি যোগের জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখ হলেও, বিজেপির মুখ কে! এই প্রশ্ন দীর্ঘদিনের। সেক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে, নির্বাচনে জয়লাভের পর তারা মুখ ঠিক করেন। কোনোভাবেই আগে তা প্রকাশ করা হয় না। তবে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মুখ নিয়ে রাজ্য রাজনীতিতে বেশকিছু নাম প্রকাশ্যে আসতে শুরু করেছিল। যার মধ্যে একদম সর্বাগ্রে ছিলেন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়।

বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই সৌরভ গাঙ্গুলীর সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা বাড়তে শুরু করেছিল বলে দাবি একাংশের। আর এই পরিস্থিতিতে রবিবার সেই সৌরভ গাঙ্গুলী রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর তাঁর গেরুয়া শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পেতে শুরু করে বলে দাবি করা হয়েছিল।

আর রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর সোমবার একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এক মঞ্চে দেখা যেতে পারে সৌরভ গাঙ্গুলীকে বলে মনে করা হচ্ছে। যার ফলে বিজেপি আগামী দিনের সেই সৌরভ গাঙ্গুলীকেই কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখ করতে চলেছে! এখন তা নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মত মুখের বিরুদ্ধে বিজেপির তেমন কোনো মুখ নেই বলে তৃণমূলের পক্ষ থেকে নানা সময়ে দাবি করা হয়েছে। আর তৃণমূলসহ বিজেপি বিরোধী মহলের পক্ষ থেকে এই প্রশ্ন করা হলে গেরুয়া শিবির অনেকটাই চাপে পড়ে যায়। তবে এই ব্যাপারে তেমনভাবে কোনো মন্তব্য করা হয়নি বিজেপির পক্ষ থেকে।

কিন্তু বর্তমানে বাংলার মহারাজ তথা সকলের প্রিয় দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু পদক্ষেপ তার সঙ্গে বিজেপি ঘনিষ্ঠতার যোগকে কার্যত তীব্র থেকে তীব্রতর করতে শুরু করেছে। বলাই যায়, পশ্চিমবঙ্গের রাজ্যপালের সঙ্গে বারবার খণ্ডযুদ্ধ বাঁধতে দেখা গেছে রাজ্য প্রশাসনের।

এক্ষেত্রে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রাজ্যপাল বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। সেদিক থেকে তৃণমূলের কোনো নেতা বা মন্ত্রী রাজ্যপালের সঙ্গে খুব একটা দেখা করেন না। কিন্তু রবিবার সেই রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে এসেছিলেন সৌরভ গাঙ্গুলী। যার পরবর্তী সময়কালে রাজনৈতিক মহলে জল্পনা বৃদ্ধি পেয়েছে, তাহলে কি সৌরভ গাঙ্গুলী এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন!

যদি রাজ্যপালের সঙ্গে দেখা করার পর তিনি রাজনীতির ময়দানে নামেন, তাহলে তিনি যে তৃণমূলের হয়ে ব্যাটিং করবেন না, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল। আর এই পরিস্থিতিতে সৌরভ গঙ্গোপাধ্যায় মুখে কিছু না বললেও, সোমবার অমিত শাহের সঙ্গে তাকে এক মঞ্চে দেখা যেতে পারে বলে জল্পনা আরও বাড়তে শুরু করল। যা দনিয়ে অনেকেই বলছেন, বাংলার সকলের প্রিয় দাদা এবার বিজেপির হয়ে ব্যাট ধরতে পারেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেদিক থেকে তিনি যদি রাজনীতির ময়দানে নামেন এবং তা যদি গেরুয়া শিবিরের পক্ষে যায়, তাহলে আগামী দিনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিকল্প মুখ হিসেবে বিজেপি যে আর কিছুই ভাববে না, সেই ব্যাপারে নিশ্চিত বিশ্লেষকরা। তবে সৌরভ গাঙ্গুলী বিজেপির মুখ হবেন বলে নানা মহলের পক্ষ থেকে দাবি করা হলেও, এই ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি বাংলার মহারাজ।

স্বাভাবিকভাবেই লর্ডসের মাঠে জামা ঘুরিয়ে সাড়া ফেলানো সৌরভ গাঙ্গুলী রাজনীতির ময়দানে নামবেন, এটা সত্যিই বাংলার রাজনীতি প্রিয় মানুষের কাছে অত্যন্ত কৌতূহলের বিষয়। সেদিক থেকে তিনি রাজনীতির ময়দানে নামলে যে দলের হয়েই ব্যাটিং করুন না কেন, সেই দলের দিকে যে ব্যাপক যুব সমাজের সমর্থন থাকবে, তাতেও নিশ্চিত বিশেষজ্ঞরা।

তবে বিজেপি বা সৌরভ গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে এখনও সেই রকম কোন কথা শোনা যায়নি। তবে পরিস্থিতি যে দিকে এগিয়ে যাচ্ছে, তাতে সৌরভ গাঙ্গুলির সঙ্গে বিজেপির ঘনিষ্ঠতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। আর সেই ঘনিষ্ঠতা আগামী দিনে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষ থেকে মুখের জন্য কোনো ঘোষনা করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!