এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সৌরভের বিজেপি যোগ নিয়ে মুখ খুললেন কৈলাস! জেনে নিন

সৌরভের বিজেপি যোগ নিয়ে মুখ খুললেন কৈলাস! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলীর রাজনীতিতে প্রবেশ নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়। বিজেপির পক্ষ থেকে তাকে মুখ করা হতে পারে আগামী বিধানসভা নির্বাচনের জন্য বলে দাবি করে একাংশ। আর এই পরিস্থিতিতে শিলিগুড়ি পৌরসভার প্রাক্তন মেয়র তথা সিপিএমের হেভিওয়েট নেতা অশোক রঞ্জন ভট্টাচার্য সৌরভ গাঙ্গুলীকে জানিয়ে দেন, তার রাজনীতিতে আসা কোনমতেই উচিত নয়।

বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বাংলার মহারাজ। আর এই পরিস্থিতিতে তাকে নিয়ে রাজনৈতিক কুটকাচালি থামছে না কিছুতেই। এবার সৌরভ গাঙ্গুলীর বিজেপিতে যোগদান নিয়ে মুখ খুললেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় কি করবেন, তা একান্তই তার ব্যক্তিগত বিষয় বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, রবিবার বালুরঘাটে দলীয় কর্মসূচিতে আসেন বিজেপির পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। আর সেখানেই জেলা বিজেপির কার্যালয়ে সাংবাদিক বৈঠকে একটি প্রশ্নের উত্তরে এই মন্তব্য করতে দেখা যায় তাকে। সৌরভ গাঙ্গুলী কি বিজেপিতে যোগ দিচ্ছেন? এদিন এই প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় কি করবেন, তা একান্ত তার ব্যক্তিগত বিষয়। এটা অশোক ভট্টাচার্য ঠিক করে দিতে পারেন না। সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগ দেবেন কিনা, তা তিনিই ঠিক করবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ বিজেপি পর্যবেক্ষকের এই মন্তব্যে আবার নতুন করে মহারাজকে নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা ছড়িয়ে পড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে বিজেপির কোনো মুখ নেই। তাই তারা ভালো ফল করতে পারবে না বলে দাবি করে আসছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এই পরিস্থিতিতে সাম্প্রতিক সময়কালে সৌরভ গঙ্গোপাধ্যায় আগামী নির্বাচনে বিজেপির মুখ হতে পারেন বলে জল্পনা ছড়িয়ে পড়েছিল।

তবে তার মাঝেই সৌরভ গাঙ্গুলীর রাজনীতিতে আসা উচিত হবে না বলে জানিয়ে দিয়েছিলেন সিপিএমের অশোক ভট্টাচার্য। আর বালুরঘাটের এসে সেই অশোকবাবুকেই এই ইস্যুতে মন্তব্য করার জন্য কার্যত কড়া ভাষায় আক্রমণ করলেন কৈলাস বিজয়বর্গীয়। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে হূদযন্ত্রের সমস্যার কারণে অসুস্থ বাংলার মহারাজ।

একাংশের মতে, রাজনীতিতে তার নাম চর্চা হওয়া এবং নানা চাপ নেওয়ার কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু তার ভক্ত থেকে শুরু করে বিভিন্ন মহল সৌরভ গাঙ্গুলীর দ্রুত সুস্থতা যখন প্রার্থনা করছেন, ঠিক তখনই আবার প্রাসঙ্গিক হয়ে উঠল বাংলার মহারাজের নাম। যেখানে বিজেপি পর্যবেক্ষকের গলায় শোনা গেল সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গ। যার ফলে সকলের প্রিয় দাদার রাজনীতিতে আসার জল্পনা আরও বৃদ্ধি পেল বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!