এখন পড়ছেন
হোম > জাতীয় > পিবি এক্সক্লুসিভ – এই মুহূর্তে ভোট হলে দক্ষিণ ভারতের ৫ রাজ্যের ১২৯ আসনের ফলাফল কি হতে পারে?

পিবি এক্সক্লুসিভ – এই মুহূর্তে ভোট হলে দক্ষিণ ভারতের ৫ রাজ্যের ১২৯ আসনের ফলাফল কি হতে পারে?


আর মাত্র মাস দুই – তারপরেই পূর্ণমাত্রায় বেজে যাবে লোকসভা ভোটের দামামা। একদিকে যখন নরেন্দ্র মোদির নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার লড়াই বিজেপি – অন্যদিকে, তখন আঞ্চলিক শক্তিগুলির এক হয়ে গিয়ে নরেন্দ্র মোদিকে আটকানোর মহা পরিকল্পনা। এই অবস্থায়, গত ১ লা জানুয়ারী থেকে ১৫ ই জানুয়ারী পর্যন্ত যে সমীক্ষা করা হয় – তার পরিপ্রেক্ষিতে সারা ভারতের সম্ভাব্য ফলাফল আমরা আগামী এক সপ্তাহে একে একে প্রকাশ করব।

এই সমীক্ষা কোনো মোটেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য নয় – শুধুমাত্র এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবাসী কি ভাবছেন তার একটা আভাস তুলে আনার প্রচেষ্টা মাত্র। বাকি জায়গার সমীক্ষা জানুয়ারির প্রথম দু সপ্তাহে করা হলেও, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অক্টোবরের শেষ ও নভেম্বরের প্রথম সপ্তাহের সমীক্ষাকেই ধরা হয়েছে। পশ্চিমবঙ্গ নিয়ে আমাদের পরবর্তী সমীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে করা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ পশ্চিম ভারতের ৪ টি রাজ্যের ১০১ টি আসনের সম্ভাব্য ফলাফল তুলে ধরা হল –
১. অন্ধ্রপ্রদেশ
মোট আসন – ২৫
এনডিএ – ০
ইউপিএ – ৭ (কংগ্রেস ও টিডিপি জোট ধরে)
অন্যান্য – ১৮ (ওয়াইএসআর কংগ্রেস – ১৮)

২. তেলেঙ্গানা
মোট আসন – ১৭
এনডিএ – ০
ইউপিএ – ০
অন্যান্য – ১৭ (টিআরএস – ১৫, আইমিম – ২)

৩. কর্ণাটক
মোট আসন – ২৮
এনডিএ – ১৫
ইউপিএ – ১৩ (কংগ্রেস ও জেডিএস জোট ধরে)
অন্যান্য – ০

৪. কেরালা
মোট আসন – ২০
এনডিএ – ১
ইউপিএ – ৮
অন্যান্য – ১১ (বামফ্রন্ট – ৬, নির্দল – ২, আইইউএমএল – ২, কেরালা কংগ্রেস – ১)

৫. তামিলনাড়ু
মোট আসন – ৩৯
এনডিএ – ১১
ইউপিএ – ২৪ (কংগ্রেস ও ডিএমকে জোট ধরে)
অন্যান্য – ৪ (এএমকেকে – ৪)

গোটা দেশের পরিপ্রেক্ষিতে
মোট আসন – ৫৪৩
সমীক্ষায় প্রকাশিত – ২৬৮
এনডিএ – ১০০
ইউপিএ – ১০৭
অন্যান্য – ৬১

আরও পড়ুন – পিবি এক্সক্লুসিভ – এই মুহূর্তে ভোট হলে পশ্চিম ভারতের ৪ রাজ্যের ১০১ আসনের ফলাফল কি হতে পারে?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!