এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > সভায় নেতাদের বরণ করবে কে? সভামঞ্চেই দুই গোষ্ঠীর হুলুস্থুল কাণ্ডে অস্বস্তিতে বঙ্গ বিজেপি!

সভায় নেতাদের বরণ করবে কে? সভামঞ্চেই দুই গোষ্ঠীর হুলুস্থুল কাণ্ডে অস্বস্তিতে বঙ্গ বিজেপি!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলকে আটকানোই এখন প্রধান লক্ষ্য ভারতীয় জনতা পার্টির। কিন্তু মাঝেমধ্যেই লক্ষ্যভ্রষ্ট হতে দেখা যাচ্ছে বিজেপির নীচুতলার নেতাকর্মীদের। তৃণমূলের বিরুদ্ধে মোকাবিলা করা তো দূরের কথা, উল্টে নিজেদের মধ্যেই দ্বন্দ্বে লিপ্ত হতে দেখা যাচ্ছে তাদের। তাই এবার সভাস্থলেই প্রকাশ্যে এসে পড়ল বিজেপির দুই পক্ষের গন্ডগোল। যেখানে নেতৃত্বদের কারা বরণ করবে, তা নিয়ে পুরনো বনাম নব্য বিজেপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক বচসা লক্ষ্য করা যায়। যার জেরে কার্যত অস্বস্তিতে পড়ে বিজেপি নেতৃত্ব।

জানা যায়, শনিবার বিকেলে রামনগরে বিজেপির পক্ষ থেকে যোগদান মেলা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। তখনও সভাস্থলে এসে পৌঁছননি বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বা অন্যান্য নেতারা। কিন্তু এমন একটা সময় হঠাৎ করেই কারা মঞ্চে বসে থাকবেন এবং কারা নেতৃত্বদের বরণ করবেন, তা নিয়ে দু’পক্ষের মধ্যে গন্ডগোল প্রকাশ্যে আসে।

এদিকে এই গণ্ডগোলের কথা যাতে বাইরে না চলে যায়, তার জন্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে মাইকে গান বাজানোর প্রক্রিয়া শুরু হয়। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সামান্য মঞ্চে কারা থাকবেন, আর নেতৃত্বদের কারা বরণ করবেন, এই নিয়ে বিজেপি যদি এখন নিজেদের মধ্যে প্রতিদ্বন্দিতায় ব্যস্ত হয়ে পড়ে, তাহলে তারা কিভাবে তৃণমূলের মত শক্তির মোকাবিলা করবে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন সামান্য মঞ্চে থাকা নিয়ে এই ধরনের গন্ডগোল হল? বিজেপির মতো শৃঙ্খলা পরায়ন দলে এটা হওয়া কি কাম্য? এদিন এই প্রসঙ্গে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, “সংগঠনের সকলেই দিনরাত পরিশ্রম করে কর্মসূচি সফল করেছেন। অনেকেই চেয়েছিলেন, নেতৃত্বদের বরণ করতে। তবে এটা নিয়ে হাতাহাতি কিছু হয়নি।”

মুখে তিনি যে কথাই বলুন না কেন, অনেকের চোখ যে সেই ঘটনা দেখতে বাকি রাখেনি, তা বলাই যায়। আর তাই তো বিজেপি মঞ্চে এই ধরনের ঘটনাকে হাতিয়ার করে এখন পাল্টা গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি শিশির অধিকারী বলেন, “এটা কোনো মেলা যোগদান নয়। নির্বাচনের আগে ওদের উৎশৃংখল আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে এদিনের সভায়। যা সাধারণ মানুষ চাক্ষুষ করেছে।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এভাবেই যদি চলতে থাকে, তাহলে বিজেপির পক্ষ থেকে তৃণমূলকে চাপে রাখা কোনোমতেই সম্ভব হবে না। কেননা এখন বিজেপি প্রধান লক্ষ্য হওয়া উচিত নিজেদের সংগঠনের শ্রীবৃদ্ধি করা। কিন্তু তা করতে গিয়ে যেভাবে পূর্ব মেদিনীপুর জেলায় প্রকাশ্য মঞ্চে বিজেপি গোষ্ঠী কোন্দল সামনে চলে এল, তাতে ব্যাপক অস্বস্তিতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। যে মঞ্চে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতৃত্ব সহ রাজ্যের নেতারা, সেখানে শুধুমাত্র বরণ করার জন্য এবং মঞ্চে থাকার জন্য দুই গোষ্ঠীর নেতাদের এই কোন্দল সত্যিই দুর্ভাগ্যজনক বলে দাবি করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!