এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পদ পাচ্ছেন কি শোভন-বৈশাখী, বিজেপির অন্দরের খবর জেনে নিন

পদ পাচ্ছেন কি শোভন-বৈশাখী, বিজেপির অন্দরের খবর জেনে নিন


লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে একের পর এক শাসক নেতাদের নিজেদের দিকে টানতে সক্ষম হয়েছে গেরুয়া শিবির। প্রথমে মুকুল রায়ের পর সম্প্রতি তৃণমূলের হেভিওয়েট নেতা শোভন চট্টোপাধ্যায় গেরুয়া শিবিরে নাম লেখান। কিন্তু শোভনবাবু বিজেপিতে আসলেও তাকে ঠিক কিভাবে কাজে লাগাতে চায় বিজেপি, তা মঙ্গলবারের সাংগঠনিক বৈঠকেই ঠিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

বস্তুত, সম্প্রতি ৪০ বছরেরও বেশি রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন শোভন এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপি যোগ দিয়েছেন। আর তৃনমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানোর পর আপাতত পদহীন নেতা হিসাবেই সংগঠন সামলাতে হতে পারে শোভন চট্টোপাধ্যায়কে।

জানা যায়, একসময় তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে ছিলেন শোভনবাবু। পরে তাকে সেই পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু বিজেপিতে আসার পর এবার তার কাধেই দক্ষিণ ২৪ পরগনা এবং দক্ষিণ শহরতলীতে দলের সংগঠন দেখভাল করার জন্য বিজেপির তরফে দায়িত্ব দেওয়া হতে পারে।তবে শুধু এতটুকুই, কেননা পদহীন নেতা হিসাবেই থাকতে হবে তাঁকে।শোভনবাবুর বিষয়ে জানা গেলেও বৈশাখীদেবীকে আপাতত অপেক্ষা করতে হবে বলেই জানা গেছে।

বস্তুত, বিজেপির রাজ্যে পর্যবেক্ষকরা ওই বৈঠকে থাকবেন। কিন্তু দিল্লির কোনও কেন্দ্রীয় নেতা সেখানে উপস্থিত থাকবেন কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আপাতত রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গী থাকলেও তিনি আর এই রাজ্যের দায়িত্বে থাকছেন না। যার বদলে সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননই বাংলার দায়িত্ব সামলাবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতির পদে যে কোনও বদল হচ্ছে না, সেই ব্যাপারে কার্যত নিশ্চিত সকলেই। কেননা কিছুদিন আগেই বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি শিবরাজ সিং চৌহান সাংবাদিক সম্মেলনেই বলে দিয়েছেন, সাংগঠনিক স্তরে রাজ্য বিজেপির বড়সড় পরিবর্তনের কোনও সম্ভাবনাই নেই। বস্তুত, সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে আসন নিয়ে বাংলায় বিজেপি যে সাফল্য পেয়েছে, তার জন্য দিলীপ ঘোষের ভালো পারফরমেন্সকেই ধরেছে কেন্দ্রীয় নেতৃত্ব। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন জায়গায় যেভাবে দিলীপ ঘোষ ছুটেছেন, তা নিঃসন্দেহে সাফল্যের দাবি রাখে।

পাশাপাশি এবার বাংলায় বিজেপির ভালো ফলাফলের জন্য মুকুল রায়-কৈলাস বিজয়বর্গীয় জুটিরও অনবদ্য ভূমিকা রয়েছে। আর তাই অরবিন্দ মেনন এবং কৈলাস বিজয়বর্গীয়র মত দুই হেভিওয়েট নেতাকে একসাথে একরাজ্যে ফেলে রাখতে চায় না বিজেপি। আর তাই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজয়বর্গীয়কে অন্য কোনও বড় দায়িত্ব দিয়ে অরবিন্দ মেননকে বাংলার দায়িত্ব দিতে চাইছেন তারা‌।

অন্যদিকে সদ্য দলে আসা শোভন চট্টোপাধ্যায়কে এখনও তেমন কোনো দায়িত্ব না দিয়ে কিছু জায়গার দায়িত্ব মঙ্গলবারের বৈঠকে দেওয়া হতে পারে। জানা গেছে, এখনও তৃনমূল বিধায়ক হিসাবে পদত্যাগ করেননি শোভন চট্টোপাধ্যায়। এতদিন ট্রেজারি বেঞ্চে বসা শোভন চট্টোপাধ্যায় এবার যে বিধানসভায় বিজেপির নিজস্ব কক্ষে গিয়ে বসবেন না, সেই ব্যাপারে কোনো গ্যারান্টি নেই।

সেক্ষেত্রে বিজেপির হয়ে তৃণমূলের বিরুদ্ধে বিধানসভার বাইরেও সরব হতে দেখা যায় তাকে। কিন্তু এইসব কিছুর উর্ধ্বে এবার শোভন চট্টোপাধ্যায়কে বিজেপি ঠিক কি দায়িত্ব দেয়, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!