এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শোভনকে দলে টানতেই কি বৈশাখীকে প্রার্থী করতে চেয়ে ফোন করলেন মুকুল রায়? জল্পনা তুঙ্গে

শোভনকে দলে টানতেই কি বৈশাখীকে প্রার্থী করতে চেয়ে ফোন করলেন মুকুল রায়? জল্পনা তুঙ্গে


স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাদ ও বান্ধবী হিসেবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে আপন করে নেওয়াই কাল হয়েছিল তৃণমূলের শোভন চট্টোপাধ্যায়ের। যার জন্য বেশ কয়েক মাস আগেই মন্ত্রিত্বও খোয়াতে হয়েছে তাঁকে। আর তারপর থেকে তৃণমূলের তেমন কোনো কর্মসূচিতে দেখা যায়নি একদা কলকাতা কর্পোরেশনের মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে।

বান্ধবী হিসেবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাঁর জীবনের সব বলে মন্তব্য করা এহেন শোভন চট্টোপাধ্যায়কে এবার বাগে আনতে এক সুকৌশলী চাল দিলেন বিজেপি নেতা মুকুল রায় বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কিন্তু কি এমন হল যার কারণে এহেন জল্পনার সৃষ্টি হল?

প্রসঙ্গত উল্লেখ্য, আল আমিন কলেজের অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় একসময় শাসকদলের অধ্যাপিকা তৃণমূল শিক্ষক সংগঠনের অলিখিত প্রধান ছিলে। কিন্তু সময়ের সাথে সাথে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দিয়েছে তৃণমূল। আর তারপর ধীরে ধীরে দলের সঙ্গে দূরত্ব বেড়েছে তাঁর। রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে শোভনবাবুর বিবাদ এবং তার মাঝে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের এসে পড়ায় শোভনের মন্ত্রিত্বও খোওয়াতে হয়েছে।

কিন্তু বন্ধু হিসেবে শোভনকে যেমন তিনি ছাড়তে রাজি নন, ঠিক তেমনি বান্ধবী হিসেবে বৈশাখীকেও তিনি ছাড়তে রাজি নন বলে প্রথমেই স্পষ্ট করে দিয়েছেন তারা। আর এহেন শোভন চট্টোপাধ্যায়কে বাগে আনতে এবার তাঁরই বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হওয়ার প্রস্তাব দিল গেরুয়া শিবির।

বিজেপি সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে যাতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা যায় সেই ব্যাপারে দলের কাছে সেই বৈশাখীর নাম জমা দিয়েছেন একদা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড বলে পরিচিত তথা রাজ্যের বর্তমান বিজেপি নেতা মুকুল রায়। জানা গেছে, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনেও এই ব্যাপারে কথা বলেছেন মুকুলবাবু। আর এই ঘটনা চাউর হতে না হতেই রাজনৈতিক মহলের শুরু হয়েছে জোর জল্পনা। এত লোক থাকতে হঠাৎ শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেই কেন পাখির চোখ করলেন মুকুল রায়?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায় খুব ভালোভাবেই জানেন মানুষের দুর্বল এবং শক্ত জায়গা কোনটি। কেননা নারদা কান্ডে নাম জড়ানো রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সম্পত্তির বেশিরভাগটাই দেখভাল করেন এই বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ফলে তদন্তকারীদের নজরে তিনিও রয়েছেন। তাই এহেন একটা পরিস্থিতিতে তৃণমূলে প্রায় কোণঠাসা হয়ে যাওয়ার পর বিজেপিতে নাম লেখানোই তার পক্ষে বেশি নিরাপদ হবে বলে সেই শোভন চট্টোপাধ্যায়কে নিজেদের কাছে টানতে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী হওয়ার প্রস্তাব দিলেন তিনি। কিন্তু সত্যিই কি তাহলে তিনি বিজেপিতে যোগদান করবেন?

এদিন এই প্রসঙ্গে আল-আমিন কলেজের অধ্যাপিকা তথা শোভন চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি এমন কোনো কাজ করব না যাতে শোভন চট্টোপাধ্যায়কে কোনো সমস্যার মুখে পড়তে হয়।” তবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কথা অনুসারে যদি শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে না যায় তাহলে তিনি কি করবেন? কেননা ইতিমধ্যেই মুকুল রায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন এবং তার টার্গেটে রয়েছে যে শোভন চট্টোপাধ্যায় – তা জানতে পেরে তিন থেকে চারজন তৃনমূল কাউন্সিলার সেই শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দলীয় সংগঠনের কাজে সক্রিয় ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানিয়েছেন।

ফলে একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কানন যদি বিজেপিতে না যান সে ক্ষেত্রে তাঁর বান্ধবী বৈশাখী ঠিক কী করবেন এখন সেদিকেই তাকিয়ে সকলে। সব মিলিয়ে এখন বৈশাখী বন্দ্যোপাধ্যায় শ্যাম না কুল রাখেন সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!