এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শোভন বৈশাখী কি ঘর বদলাবেন? রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য

শোভন বৈশাখী কি ঘর বদলাবেন? রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় একসাথে এই দুটি নাম রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করার জন্য যথেষ্ট বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রীতিমত ঢক্কানিনাদ সহযোগে লোকসভা নির্বাচন পর্বে বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন-বৈশাখী। তাই নিয়ে বিতর্কও কম হয়নি। কিন্তু বিগত এক-দেড় বছর ধরে শোভন ও বৈশাখী কোনো না কোনো কারণে এড়িয়ে গিয়েছেন গেরুয়া শিবিরের বিভিন্ন কর্মসূচি। আর একুশের বিধানসভা নির্বাচনের আগে তো রীতিমত চাঞ্চল্য তৈরী করলেন তাঁরা। কানাঘুষো শোভন বৈশাখীর ঘরবদলের জল্পনাও মাত্রা পাচ্ছে। সাম্প্রতিককালে অমিত শাহ এর তত্ত্বাবধানে শোভন-বৈশাখীকে সক্রিয় করার প্রচেষ্টা করা হয়েছিল।

যথারীতি গত সোমবার শোভন-বৈশাখীকে সামনে রেখে পুর নির্বাচনের প্রচার চালাতে রোড শো এর পরিকল্পনা করে গেরুয়া শিবির। কিন্তু প্রত্যেকবারের মতো এবারেও শোভন-বৈশাখী শেষ মুহূর্তে কর্মসূচি থেকে সরে দাঁড়ান। যথারীতি এই নিয়ে গেরুয়া শিবির তীব্র অস্বস্তিতে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু শোভন-বৈশাখীর রাজনৈতিক পদক্ষেপ নিয়ে বিন্দুমাত্র মন্তব্য করা হচ্ছেনা। এমনকি শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় পর্যন্ত পুরোপুরি চুপ করে গেছেন। রাজনীতির কারবারিরা এই নিশ্চুপতার পেছনের কারণ খুঁজে বার করতে উৎসাহী, আর তাই চলছে নানান জল্পনা। সম্প্রতি শোভন ও বৈশাখীকে মনপসন্দ পদ দিয়ে তাঁদের মন রেখেছিল বিজেপি। কিন্তু তারপরেও একই ঘটনা।

ইতিমধ্যেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, শোভন-বৈশাখীর সাথে কোন না কোন জায়গায় বাধা সৃষ্টি হচ্ছে বিজেপির। উল্লেখ্য, সোমবারের ঘটনার পর মুকুল ও বৈশাখীর অফিস হিসেবে যে ঘর নির্দিষ্ট করা হয়েছিল তা তালা দিয়ে দেওয়া হয়। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকেও শোভনকে বর্তমানে কোন কটাক্ষ করা হচ্ছেনা। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে শোভন কি বৈশাখীকে নিয়ে আবার ফিরতে চলেছেন পুরনো দলে? তবে এটা সম্পূর্ণ অনুমান। কারণ সূত্রের খবর, শোভন-বৈশাখী কিন্তু আগামী সপ্তাহে গেরুয়া শিবিরের যেকোনো অনুষ্ঠানে আত্মপ্রকাশ করতে চলেছেন বলে জানিয়েছেন। অন্যদিকে গেরুয়া শিবির ইতিমধ্যেই শোভন-বৈশাখীর সঙ্গে বৈঠকে বসেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁদের সক্রিয় করে তোলার চেষ্টার কোন খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির। অন্যদিকে বৈশাখীও নিজে ইতিমধ্যেই বিজেপি নেতৃত্বের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন বলে জানা যাচ্ছে। তবে মনে করা হচ্ছে, পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে তৃণমূল শিবির। কারণ বর্তমানে তৃণমূল শিবিরের পরিস্থিতি কিন্তু খুব একটি সুবিধাজনক নয় বলে মনে করা হচ্ছে। একের পর এক বিধায়ক, সাংসদ দল ছেড়ে চলে যাচ্ছেন। দলে থেকেও অনেকেই বিক্ষুব্ধ মনোভাব নিয়ে দলে রয়েছেন। এই অবস্থায় যদি শোভন বৈশাখীকে আবার দলে ফিরিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু গেরুয়া শিবিরকে কিছুটা হলেও ধাক্কা দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

আর সেদিকে নজর রেখেই হয়তো তৃণমূল শিবির থেকে রত্না চট্টোপাধ্যায়কেও চুপ থাকার নির্দেশ দিয়েছে। শোভন বৈশাখী যখন গেরুয়া শিবিরের মেগা রোড শোতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছিলেন, তখনও রত্না চট্টোপাধ্যায় কিন্তু জানিয়েছিলেন তাঁর অবিশ্বাসের কথা। শেষ পর্যন্ত রত্নার কথাই সত্যি হলো। অন্যদিকে গেরুয়া শিবিরও যথেষ্ট অস্বস্তিতে শোভন-বৈশাখীকে নিয়ে। এই পরিস্থিতিতে শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে আশা ছাড়তে রাজি নয় তৃণমূল নেতৃত্ব। আপাতত দেখার বর্তমান বিজেপির কানন কি আবার তৃণমূলে গিয়ে ফোটে?

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!