এখন পড়ছেন
হোম > রাজ্য > জল্পনা বাড়িয়ে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসছেন সৌমেন মহাপাত্র

জল্পনা বাড়িয়ে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসছেন সৌমেন মহাপাত্র


রাজ্য মন্ত্রীসভায় সম্প্রতি একাধিক রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেচমন্ত্রী হিসাবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এনেছেন সৌমেন মহাপাত্রকে। নতুন দপ্তরের দায়িত্ব গ্রহনের পরই প্রাক বর্ষা ও বন্যা মোকাবিলায় বিভাগীয় সচিবদের সঙ্গে একপ্রস্থ বৈঠক করারও কথা রয়েছে তাঁর। সূত্রের খবর,  কোলকাতার মেয়র শোভন চ্যাটার্জীর সঙ্গেও বৈঠক করবেন তিনি। এই বৈঠকের মূল উদ্দেশ্যই হল,বর্ষাকালে যাতে কোলকাতার মানুষকে এই জমা জল থেকে কিছুটা মুক্তি দেওয়া যায়। এদিন নতুন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন,”আসন্ন বর্ষার মরসুমে রাজ্যের মানুষকে বন্যার হাত থেকে রক্ষা করতে যা যা দরকার তাই করব।প্রাকৃতিক বিপর্যয় কারও হাতে নেই।তবুও বন্যা আটকাতে যা ব্যাবস্থা নেওয়া দরকার তার সমস্তটাই করবে সেচ দপ্তর।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত উল্লেখ্য,গত বুধবার রাজ্যের একাধিক মন্ত্রী দপ্তর পরিবর্তন করেন মুখ্যমন্ত্রী।জলসম্পদ উন্নয়ন থেকে সৌমেন মহাপাত্রকে দেন সেচ দপ্তরের দায়িত্ব।বার এই জলসম্পদ উন্নয়নের দ্বায়িত্ব দেওয়া হয়েছে সুব্রত মুখোপাধ্যায়কে।বর্তমানে সুব্রত মুখোপাধ্যায়ের জনস্বাস্থ কারিগরী মলাবেন মলয় ঘটক। অপরদিকে,টানা ছয় বছর সেচ দপ্তরের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে অনগ্রসর শ্রেনী কল্যান দপ্তরের দায়িত্ব। সূত্রে খবর,তাঁর দপ্তর যে পরিবর্তন হয়েছে তার কিছুই জানতেন না রাজীব ব্যানার্জী।বুধবার বিকেলে তিনি উত্তরবঙ্গ থেকে বর্ষার আগে সেচ দপ্তরের খুটিনাটি কাজ খতিয়ে দেখে কোলকাতায় ফিরে তৃনমূল ভবনে যাওয়ার পরই তার কাছে এই খবর আসে। প্রশাসনি আধিকারিকদের মতে,বর্ষার ঠিক আগমুহুর্তে এইভাবে সেচমন্ত্রী বদলের ঘটনায় তাঁরা সত্যিই হতবাক।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!