এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শোভন-বৈশাখীকে ঘিরে বিজেপির অবস্থান ঠিক কি? অবশেষে স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ, জানুন বিস্তারে

শোভন-বৈশাখীকে ঘিরে বিজেপির অবস্থান ঠিক কি? অবশেষে স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ, জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে এখন অনেকটাই দূরে। খাতায়-কলমে তারা বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও, সেভাবে দলের কোনো কর্মসূচিতে যোগ দিতে দেখা যাচ্ছে না তাদের। মাঝেমধ্যেই তাদের নিয়ে জল্পনা তৈরি হয়। আবার সেই জল্পনা বন্ধ হয়ে যায়। বিজেপিতে যোগ দেওয়ার পর বহুবার এমন অনেক ঘটনা ঘটেছে, যার জেরে রাজ্য রাজনীতিতে গুঞ্জন তৈরি হয়েছে যে, শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় আবার ফিরে যেতে পারেন তৃণমূল কংগ্রেসে।

কিন্তু তেমন কোনো সিদ্ধান্ত নেননি তারা। বর্তমানে আবার সেই শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। তবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে বিজেপির ভাবনা ঠিক কি! এবার এই ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, শুক্রবার প্রাতঃভ্রমণে বেরিয়ে এই প্রশ্নের উত্তর দেন বিজেপির রাজ্য সভাপতি। যেখানে তিনি বলেন, “শোভন এবং বৈশাখী দুজনেই সচেতন মানুষ। ওরা কখন কি করতে হবে জেনেই রাজনীতিতে এসেছেন। ওরা যখন রাজি হবেন, যে কাজ করতে চাইবেন, সেই কাজ দেওয়া হবে।” একাংশ বলছেন, সম্প্রতি পুজোয় শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে উপহার পাঠিয়েছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার ফলে সেই শোভন-বৈশাখী জুটির রাজনৈতিক অবস্থান নিয়ে তৈরি হয়েছিল জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অস্বস্তিতে পড়েছিল ভারতীয় জনতা পার্টি। আর এবার ফের আরও একবার সেই শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বুঝিয়ে দিলেন, তারা যখন যা কাজ করতে চাইবেন, তখন তাদের সেই কাজ দেওয়া হবে।

এদিকে বর্তমান সময় যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, এদিন সেই ব্যাপারেও প্রশ্ন করা হয় বিজেপির রাজ্য সভাপতিকে। উত্তরে তিনি বলেন, “এই সময় এমনিতেই শাকসবজি ও ফলের দাম বাড়ে। বাজার নিয়ন্ত্রণ রাখার দায়িত্ব সরকারের। কিন্তু এখন আমরা সেরকম কিছু দেখছি না। সরকারের সতর্ক হওয়া উচিত। মানুষ এমনিতেই করোনার মধ্যে কষ্ট আছে। এতে মানুষের ক্ষোভ আরও বাড়বে। পেঁয়াজের দাম বাড়ার একটা কারণ হতে পারে।

কিন্তু আলুর দাম বাড়ার কোনো কারণ নেই। আলু তো তারকেশ্বর থেকে আসে। পশ্চিমবঙ্গে আলু চাষ হয়।” অর্থাৎ মূল্যবৃদ্ধির কারণে এদিন রাজ্য সরকারের ঘাড়েই দোষ চাপালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তবে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রত্যেকে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!