এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শোভন -বৈশাখী ফিরছেন কি তৃণমূলে? মুখ খুলে জল্পনা বাড়ালেন পার্থ চট্ট্যোপাধ্যায়

শোভন -বৈশাখী ফিরছেন কি তৃণমূলে? মুখ খুলে জল্পনা বাড়ালেন পার্থ চট্ট্যোপাধ্যায়


বান্ধবী বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল দলের একাংশের আপত্তির জন্য মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়।পরবর্তীতে দীর্ঘদিন বাড়িতে বসে থাকলেও গত 14 আগস্ট বিজেপির দিল্লির দপ্তরে গিয়ে বান্ধবীকে সাথে নিয়েই পদ্মফুল শিবিরে নাম লেখাতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু বিজেপিতে গিয়েও সেই বৈশাখীদেবীকে নিয়ে শোভনবাবু। নানা সময় বিজেপির অনেক নেতৃত্বের তরফে বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে কটাক্ষও তাকে হজম করতে হয়েছে বলে দাবি একাংশের।দল ছাড়বেন বলে স্থির করে ফেলেছিলেন প্রাক্তন মেয়র ও তাঁর বান্ধবী।

পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে দিল্লিতে গিয়ে মুকুল রায়ের সঙ্গে সেই বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায় দেখা করেছিলেন। কিন্তু তার পর থেকে বিজেপির আর কোনো কর্মসূচিতে দেখা যায়নি শোভনবাবুকে। মাঝে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ কলকাতায় আসলেও সেই সমাবেশে উপস্থিত থাকতে দেখা যায়নি শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। এরই মাঝে পার্থ চট্ট্যোপাধ্যায়ের সাথে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কথাও বলেন।

এমনকি বর্তমানে বিজেপির যে গান্ধীর সংকল্প যাত্রা চলছে, তার নাগপাশেও দেখা যায়নি এই প্রাক্তন মন্ত্রীকে। যার ফলে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র জল্পনার সৃষ্টি হয়েছিল যে, তাহলে কি এবার বিজেপি ত্যাগ করে রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন শোভনবাবু! বিভিন্ন মহলে যখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে, ঠিক তখনই বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নেতা রাহুল সিনহার জন্মদিনে সল্টলেকের স্ট্যাডেল হোটেলে উপস্থিত থাকতে দেখা গিয়েছিলো শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। আর এর পরেই মনে করা হয়েছিল যে বরফ গলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু আজ ফের তৃণমূলে ফেরার জল্পনা বাড়িয়ে দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে আজ তিনি তৃণমূলের মহাসচিব পার্থ চট্ট্যোপাধ্যায়ের সাথে দেখা করতে তাঁর বাড়িতে গিয়ে হাজির হন। সাংবাদিকরা তাঁকে এই নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন যে, পড়া চট্ট্যোপাধ্যায় তাঁর থেকে বড়। তাঁর জন্মদিন গেলো ও বিজয়া গেলো তাই তাঁকে প্রণাম করতে এদিন এসেছেন। শুধু তাই নয়, কলেজের বিষয় নিয়েও কথা হয়েছে।
এদিন তিনি বলেন যে শোভনবাবুকে নিয়ে কথা হলেও কি কথা হয়েছে তা তিনি বলবেন না।

আর এই নিয়েই জল্পনা শুরু। কেননা এখনো পর্যন্ত বিজেপিতে তেমন কোনো পদ পাননি শোভনবাবু ও বৈশাখীদেবী। ফিরতেও চেয়েছিলেন। ফলে এখন সব মিলিয়ে একটাই জল্পনা তবে কি ফেরার বিষয়ে কথা বলতেই পার্থ চ্যাটার্জীর বাড়িতে হাজির হয়েছিলেন বৈশাখী দেবী।

এদিকে জল্পনা বাড়ালেন পার্থ চট্ট্যোপাধ্যায় ও। দল ছেড়ে চলে গেলেই যে সুস্থতা কামনা করব না এমন সংস্কৃতিতে আমরা বিশ্বাসী নই, শোভন সম্পর্কে বৈশাখীর কাছে জানতে চেয়েছি, বললেন পার্থ বাবু। তিনি পরিষ্কার বলেন,
শোভন সম্পর্কে জানতে চেয়েছি। তবে খেলোয়াড় নই, তৃণমূলের মহাসচিব। সুতরাং রাজনীতির কথা হবে না এটা হয়?তবে বিজেপি ছেড়ে তৃণমূলে আসছেন কিনা শোভন-বৈশাখী সেই নিয়ে কোনো কথা না বলে জল্পনা বাড়ালেন পার্থবাবুও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!