এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শোভন চ্যাটার্জি বিজেপিতে না তৃণমূলে? বড়সড় দাবী জানিয়ে অবস্থান স্পষ্ট করলেন খোদ দিলীপ ঘোষ

শোভন চ্যাটার্জি বিজেপিতে না তৃণমূলে? বড়সড় দাবী জানিয়ে অবস্থান স্পষ্ট করলেন খোদ দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায়ের পর আরও একজন বিজেপি নেতার তৃণমূলে ফেরার জল্পনায় মুখর বাংলার রাজনৈতিক মহল। বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় লোকসভা নির্বাচনের পর যোগ দিয়েছিলেন বিজেপিতে তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়সহ। তৃণমূল নেতার সঙ্গে সংঘাত লাগে তার স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে নিয়েই মূলত। অন্যদিকে বিজেপিতে গেলেও দেখা গেছে, শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় উভয়ই চূড়ান্ত নিষ্ক্রিয়। এখনো পর্যন্ত বিজেপির মিটিং মিছিলেও দেখা যায়নি শোভন চট্টোপাধ্যায়কে। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে তাঁকে সক্রিয় করতে উঠেপড়ে লেগেছে গেরুয়া শিবির।

সেই সূত্রে সোমবার শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক করেন দলের পর্যবেক্ষক’ অরবিন্দ মেনন। এই বৈঠকের মাঝেই কৈলাস বিজয়বর্গীয়ও শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ শোভনের তৃণমূলে ফেরার সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন, শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে থাকছেন এবং আগামী দিনে তিনি বিজেপির সমস্ত কর্মসূচিতেও যোগ দিতে চলেছেন। 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে শোভন চট্টোপাধ্যায়কে দলে নেওয়া যাচ্ছেনা প্রশান্ত কিশোরের আপত্তির জেরে। শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরার গুঞ্জন স্পষ্ট হয় যখন দেখা যায়, তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে কলকাতার 131 নম্বর ওয়ার্ডের দায়িত্ব থেকে বিরত থাকতে বলা হয়েছে। যদিও রত্না চট্টোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তৃণমূল নেত্রীর নির্দেশ ছাড়া তিনি অন্য কারোর নির্দেশ মানবেন না। এবং সে কারণেই মঙ্গলবার তাঁকে বহাল তবিয়তে 131 নম্বর ওয়ার্ডে কাজ করতে দেখা গেছে।

তবে জানা যাচ্ছে, সোমবার রাতে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতার যে বৈঠক হয়েছে, তাতে পরিস্থিতি হয়তো এবার অন্যরকম দেখা যেতে পারে বিজেপিতে। বিশেষজ্ঞদের মতে, শোভন চট্টোপাধ্যায় প্রথম থেকেই যেভাবে নিষ্ক্রিয়তা দেখিয়েছেন, তা যথেষ্ট উল্লেখযোগ্য। তবে বিধানসভা নির্বাচনের আগে তিনি যদি সক্রিয় হয়ে ওঠেন তা ঘাসফুল শিবিরের কাছে বিপদ না হয়ে দাঁড়ায়। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, দীর্ঘদিন ধরেই শোভন চট্টোপাধ্যায় রাজনীতির সঙ্গে দূরত্ব তৈরি করেছেন গেরুয়া শিবিরে নিষ্ক্রিয় থেকে। তাই তিনি সক্রিয় হলেও কতটা সফল হতে পারবেন তা নিয়ে সন্দেহ থাকছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!