এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার কি শোভনের ব্যক্তিগত সম্পর্ক ঠিক করার জন্য দলের তরফে চাপ আসবে?

এবার কি শোভনের ব্যক্তিগত সম্পর্ক ঠিক করার জন্য দলের তরফে চাপ আসবে?

বৃহস্পতিবার মহেশতলা উপ নির্বাচনে জয়ের পরে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব প্রায় প্রকাশ্যেই স্বীকার করে নিলো যে এই নির্বাচনের দলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি  তথা কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কোনো সক্রিয় ভূমিকা ছিলো না। দলীয় সূত্রে পাওয়া খবর অনুয়ারী নির্বাচনের আগেই ঐ কেন্দ্রের দলীয় প্রার্থী তথা মৃত বিধায়ক কস্তুরী দাসের স্বামী দুলাল দাস দলের অন্যান্য নেতা কর্মীদের বলেছিলেন এই আসনে জয় লাভের ব্যবধান হবে আনুমানিক ৫০,০০০ বা তার কিছুটা বেশি। সেখানে নির্বাচনের ফলাফল প্রকাশের পরবর্তীতে দেখা যাচ্ছে জয়ের ব্যবধান ৬০ হাজারও ছাড়িয়ে গিয়েছে। রাজ্যের শাসক দলের গোপন সূত্রের থেকে খবর পাওয়া যাচ্ছে এইসময়ে দলের তরফ থেকে মেয়র কে তাঁর স্ত্রীর সাথে সম্পর্কের জটিলতার মীমাংসা করে নেওয়ার জন্যে চাপ দেওয়া হবে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মহেশতলা নির্বাচনে জয়লাভের ক্ষেত্রে দলের জেলা সভাপতি শোভন চট্টোপাধ্যায়ের কোনো কার্যকরী ভূমিকা না থাকার জন্যে জেলা নেতৃত্বের কাছে তাঁর প্রয়োজন স্বভাবতই অপ্রাসঙ্গিক হয়ে গেলো কোনো দ্বিধা না রেখেই দলের তরফে তা মেনে নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে মহেশতলা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত বেরা বললেন, ”এই জয়ের পর দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি পদে শোভন চট্টোপাধ্যায়ের থাকার আর অধিকার নেই বলে মনে করি। নেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কিন্তু মহেশতলার মন থেকে শোভন চট্টোপাধ্যায় পুরোপুরি মুছে গেলেন। উল্লেখ্য স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সাথে দাম্পত্য বিবাদের প্রথম পর্যায়েই  দক্ষিণ ২৪ পরগনা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতির পদ থেকে রত্না দেবীকে অপসারন করেছিলেন মেয়র। দলীয় সূত্রে জানা গেলো মহেশতলা উপ নির্বাচনে জয়ের পরে রত্না দেবী তাঁর সেই পদ ফিরে পেলেন। নির্বাচনে জয়লাভের পরে বিজয়ী প্রার্থী দুলাল দাস ও এখন চাইছেন মেয়রের ওপরে দলের তরফে চাপ সৃষ্টি করা হোক। অন্যদিকে দলের একাংশের মতে দক্ষিণ ২৪ পরগনা জেলার মহেশতলা কেন্দ্রে জয়ের আসল রসায়ন এখন শুধু মেয়রই নয় তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জেনে ফেলেছেন । তাই ওই জেলায় সাফল্যে পেতে দলের তরফে মেয়রকে বাড়িতি গুরুত্ব দেওয়ার ও কোনো প্রয়োজন হবেনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!