এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্পীকারের সিদ্ধান্তের প্রতিবাদে এবার বিধানসভার সব কমিটি থেকে বিজেপি বিধায়কদের পদত্যাগ, বিতর্ক তুঙ্গে

স্পীকারের সিদ্ধান্তের প্রতিবাদে এবার বিধানসভার সব কমিটি থেকে বিজেপি বিধায়কদের পদত্যাগ, বিতর্ক তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন যাবৎ বিতর্ক শুরু হয়েছে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ নিয়ে। কার্যত বিধানসভার এই কমিটির চেয়ারম্যান পদ সব সময় বিরোধীদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু এবার অন্যরকম কিছু ঘটতে পারে বলে আগেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। আর সেই অনুযায়ী বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে বসানো হয়েছে মুকুল রায়কে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় গেরুয়া শিবির তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। একই সাথে আজকে পূর্বপরিকল্পনা অনুযায়ী স্পীকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিধানসভার আটটি কমিটি থেকে গেরুয়া শিবিরের বিধায়করা ইস্তফা দিলেন।

আর এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপি বিধায়কদের 6 জন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং দুজন হজ কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গেছে। ইস্তফাদাতাদের তালিকায় রয়েছেন দলের মুখ্য সচেতক মনোজ টিজ্ঞা, বিষ্ণু প্রসাদ শাস্ত্রী, মিহির গোস্বামী, আনন্দময় বর্মন, অশোক কীর্তনীয়া, নিখিল দে, দীপক বর্মন সহ মোট আটজন। অন্যদিকে স্পিকারের তরফ থেকে তাঁদেরকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে বিজেপি বিধায়করা নিজেদের সিদ্ধান্তে অনড়। কার্যত বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীদের অধিকার খর্ব করেছেন বলে গেরুয়া শিবিরের অভিযোগ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে আগামী শুক্রবার 41 জন চেয়ারম্যানকে বৈঠকে ডেকেছেন বিধানসভার অধ্যক্ষ। কিন্তু বিজেপির তরফ থেকে এই বৈঠকে কেউ যোগ দেবেননা বলেই জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। একইসাথে বিধানসভার স্পিকারের বিরুদ্ধে নালিশ জানাতে রাজ্যপালের সঙ্গে বিজেপি বিধায়করা দেখা করেছেন বলে জানা গিয়েছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান পদে বসানো হলেও মুকুল রায় কিন্তু আইনের ফাঁক গলেই এই কমিটির চেয়ারম্যান হয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তৃণমূলে যোগ দিলেও মুকুল রায় কিন্তু এখনও পর্যন্ত বিজেপি বিধায়ক। তিনি বিধানসভাতেও বিরোধী আসনেই বসছেন। সেক্ষেত্রে তাঁকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা খুব স্বাভাবিকভাবেই সংগত বলে দাবি করছেন রাজনৈতিক মহলের একাংশ। এই নিয়ে বিতর্ক উঠেছে তুঙ্গে। অন্যদিকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি পুরোটাই আইন মেনে করেছেন। আপাতত দেখার, এই রাজনৈতিক বিতর্ক কোথায় গিয়ে শেষ হয়!

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!