এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা প্রকোপের মাঝেই আয়ুষ্মান প্রকল্পধারীদের জন্য বড়সড় ঘোষণা কেন্দ্রের – জানুন বিস্তারিত

করোনা প্রকোপের মাঝেই আয়ুষ্মান প্রকল্পধারীদের জন্য বড়সড় ঘোষণা কেন্দ্রের – জানুন বিস্তারিত


একটা ভাইরাস। আর সেই ভাইরাস এখন রীতিমত তটস্থের কারণ গোটা বিশ্ববাসীর কাছে। প্রত্যেকেই উপায় খুঁজছেন, এই ভাইরাসের কবল থেকে বেরিয়ে আসার। কিন্তু যত দিন যাচ্ছে, ততই বিশ্বের অন্যান্য দেশের মত ভারতবর্ষেও করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে। ভারতবর্ষের মতো জনবহুল দেশে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এবং পরিকাঠামোর অভাব থাকায় তৈরি হয়েছে সমস্যা।

অনেক ক্ষেত্রেই চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা জায়গায় অভিযোগ উঠতে দেখা যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে মানুষের সুবিধার কথা ভেবে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাধীন ব্যক্তিদের জন্য এক নতুন ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ভারতের যে 50 কোটি মানুষ রয়েছেন, তাদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।

শুধু তাই নয়, এই প্রকল্পের আওতায় থাকা মানুষের করোনা ভাইরাস নমুনার পরীক্ষাও বিনামূল্যে করানো যাবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। প্রসঙ্গত, এই করোনা ভাইরাসের পরীক্ষা নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র জটিলতা। বিভিন্ন হাসপাতালে গেলেও, সেখানে এই ভাইরাসের পরীক্ষা করা নিয়ে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। যেখানে বেসরকারি হাসপাতালগুলোতে গিয়ে সাধারণ মানুষকে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় থাকা মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার নিদর্শন অত্যন্ত প্রশংসার দাবি রাখে বলে অভিমত বিশ্লেষকদের। অনেকে বলছেন, ভারতবর্ষে যেহেতু জনঘনত্ব এবং জনসংখ্যা অনেক বেশি, সেহেতু এই করোনাভাইরাস এখানে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। সকলের মনের মধ্যেই আতঙ্ক রয়েছে।

সেদিক থেকে বাইরে থেকে আসা ব্যক্তিদের শরীরের সংস্পর্শ যাতে অন্য কারও শরীরে না যায়, তার জন্য সরকারের পক্ষ থেকে লকডাউন করে দেয়া হয়েছে গোটা দেশ। তা সত্ত্বেও দিল্লির নিজামুদ্দিনের ঘটনা নিয়ে আতঙ্কিত রয়েছেন সকলে।

আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের এহেন পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়। এখন কেন্দ্রের পক্ষ থেকে দেশের মানুষদের কথা ভেবে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতাধীন ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্যোগ কতটা সার্থকতা লাভ করে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!