এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > রাজ্যে সব ঠিক চলছে না মানল নবান্ন, বিশেষ বিশেষ জায়গায় পাঠানো হচ্ছে ‘বিশেষ’ অফিসার

রাজ্যে সব ঠিক চলছে না মানল নবান্ন, বিশেষ বিশেষ জায়গায় পাঠানো হচ্ছে ‘বিশেষ’ অফিসার

রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দিকে দিকে একের পর এক হামলার ছবি উঠে আসছে, বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তীর শাসকদলের দিকে। কিন্তু এতদিন তা ফুৎকারে উড়িয়ে দিয়েছে শাসকদলের শীর্ষনেতৃত্ত্ব, উল্টে রাজ্যের অশান্তির পরিবেশের জন্য দায়ী করেছে বিরোধীদেরই। আর তাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রিয়বাহিনী চেয়ে বিরোধীরা আদালতের দ্বারস্থ হলেও, এতদিন রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে এসেছে রাজ্যে ‘শান্তির’ পরিবেশই আছে, সুতরাং কেন্দ্রীয় বাহিনীর কোনো দরকার নেই। কিন্তু সব যে ঠিক নেই তা প্রকারান্তরে মেনে নিল নবান্নের শীর্ষ কর্তারা। মনোনয়নের পর্বের শেষ তিন দিন রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট না করতে এবার বিশেষ পদক্ষেপ নিতে চলেছেন তাঁরা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সূত্রের খবর, বীরভূম, উত্তর দিনাজপুর ও বাঁকুড়ায় যাচ্ছেন তিন উচ্চপদস্থ অফিসার- দুই আইজি জাভেদ শামিম, দেবাশিস বড়াল এবং ডিআইজি বাস্তব বৈদ্য। নবান্ন সূত্রে দাবি, সরকার চায়, শান্তিতে মিটুক মনোনয়ন। আর তাই, বিরোধীদের মনোনয়নে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে যেখান থেকে প্রাথমিকভাবে সেখানে সিনিয়র অফিসারদের পাঠানো হল। ওই তিন জেলার সাথে মুর্শিদাবাদের কথাও প্রশাসনের মাথায় রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে প্রশাসনিক সূত্রে খবর, রানিগঞ্জ-আসানসোলের পরিস্থিতি এখন অনেক স্বাভাবিক, আর তাই সেখান থেকে ফোর্স তুলে ব্লক অফিসগুলিতে পর্যাপ্ত পুলিশ পাহারার ব্যবস্থা করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!