এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলায় কাল থেকে চালু স্পেশ্যাল ট্রেন সার্ভিস! কোথায় কখন কোন ট্রেন? জানুন খুঁটিনাটি

বাংলায় কাল থেকে চালু স্পেশ্যাল ট্রেন সার্ভিস! কোথায় কখন কোন ট্রেন? জানুন খুঁটিনাটি


করোনা পরিস্থিতিতে চতুর্থ দফার লকডাউনের শেষে রেলের ক্ষেত্রে মিলল কিছু শিথিলতা। জানা গেছে আগামী সোমবার হাওড়া, শিয়ালদা এবং কলকাতা থেকে আটটি জায়গার উদ্দেশ্যে স্পেশাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। দেশে করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৩ শে মার্চ থেকে দেশজুড়ে শুরু হয় লকডাউন। ফলে ওই দিন থেকেই বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। এরপর পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে বেশকিছু ট্রেন চলাচল করে লকডাউনের মধ্যেই।

এবার ১লা জুন থেকে জনসাধারণের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করল ভারতীয় রেল। প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে বাংলায় কলকাতা, হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে যথাক্রমে দিল্লি, যশবন্তপুর, যোধপুর, উত্তরবঙ্গ ইত্যাদি অঞ্চলের দিকে ট্রেনগুলি ছাড়া হবে। তবে করোনা সংক্রমণকে এড়িয়ে চলার জন্য যাত্রীদের ক্ষেত্রে ভারতীয় রেলের তরফে বর্তানো হয়েছে কিছু নয়া নিয়ম।

পূর্ব রেল সূত্রের খবর ট্রেন ছাড়ার দেড় ঘন্টা আগে যাত্রীদের স্টেশনে পৌঁছতে হবে। টিকিট ছাড়া কোনো যাত্রী স্টেশনে ঢুকতে পারবেন না। স্টেশনে আসার পর, ট্রেনে প্রবেশ পথে এবং ট্রেন থেকে প্রস্থানের সময় স্যানিটাইজার এর ব্যবহার বাঞ্ছনীয় বলে জানিয়েছে ভারতীয় রেল। প্রসূতি ও বৃদ্ধদের ক্ষেত্রে এই মুহূর্তে রেল সফর এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে ভারতীয় রেল। জানা গেছে ট্রেনে ওঠার আগে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা যাবে।

কোন যাত্রীর মধ্যে করোনার কোন উপসর্গ দেখা গেলে তাকে ট্রেনে উঠতে দেওয়া হবে না। মাস্ক ছাড়া কোনো যাত্রী ট্রেনে উঠতে পারবেন না। যাত্রাপথে খাবারের ক্ষেত্রেও রেলের তরফে আনা হয়েছে নয়া নিয়ম। পরিযায়ী শ্রমিক স্পেশাল ট্রেন গুলিতে প্যান্ট্রিকারের কোন ব্যবস্থা ছিল না। কিন্তু আগামীকাল থেকে যে ট্রেনগুলো চালু হচ্ছে সেগুলোতে যুক্ত করা হবে প্যান্ট্রিকারের কোচ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে প্যান্ট্রিকারের মাধ্যমে যাত্রীরা যে খাবারগুলো নিতে পারবেন তা হল প্যাকেট করা স্ন্যাকস প্যাকেট করা বিরিয়ানি, পোহা এবং খিচুড়ি। এবার জেনে নেওয়া যাক কোন কোন বিশেষ ট্রেন চালু হতে চলেছে আগামী সোমবার থেকে। ট্রেন গুলি হল –

০২৩৭৭ আপ/ ০২৩৭৮ ডাউন শিয়ালদা নিউ আলিপুরদুয়ার শিয়ালদা স্পেশ্যাল এক্সপ্রেস
০২৩৫৭ আপ/ ০২৩৫৮ ডাউন কলকাতা অমৃতসর কলকাতা দ্বিসাপ্তাহিক স্পেশ্যাল এক্সপ্রেস
০২৩০৭ আপ/ ০২৩০৮ ডাউন হাওড়া যোধপুর হাওড়া স্পেশ্যাল এক্সপ্রেস
০২৩৮১ আপ/ ০২৩৮২ ডাউন হাওড়া নয়াদিল্লি হাওড়া ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস ভায়া গয়া

০২৩০৩ আপ/ ০২৩০৪ ডাউন হাওড়া নয়াদিল্লি হাওড়া স্পেশ্যাল এক্সপ্রেস ভায়া পাটনা (সপ্তাহে চারদিন)
০২২০১ আপ/ ০২২০২ ডাউন শিয়ালদা ভুবেনেশ্বর শিয়ালদা ত্রিসাপ্তাহিক স্পেশ্যাল এক্সপ্রেস
০২০২৩ আপ/ ০২০২৪ ডাউন হাওড়া পাটনা হাওড়া স্পেশ্যাল এক্সপ্রেস (রবি বাদে)
০২২১৩ আপ/ ০২২১৪ ডাউন শালিমার পাটনা শালিমার ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস

জানা গেছে ১৬৭ বছরে ভারতীয় রেলের ইতিহাসে এই প্রথম বার কালো কোট-এর বদলে টিকিট চেকারের দেখতে পাওয়া যাবে পিপিই, মাস্ক এবং হ্যান্ডগ্লাভস পরিহিত অবস্থায়। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে রেলযাত্রার মধ্যেও মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। সুতরাং এই সমস্ত নিয়ম-নীতি নিয়েই আগামীকাল থেকে বাংলায় চালু হতে চলেছে বিশেষ ট্রেনগুলি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!