এখন পড়ছেন
হোম > জাতীয় > এই ৯ রাজ্যের সার্বিক পরিস্থিতির নির্ভর করছে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত? জল্পনা চরমে

এই ৯ রাজ্যের সার্বিক পরিস্থিতির নির্ভর করছে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত? জল্পনা চরমে


ভারতবাসীর কাছে এখন সব থেকে বড় প্রশ্ন, তারা কবে গৃহবন্দী হওয়া থেকে মুক্তি পাবেন। দেশকে করোনা মুক্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা 21 দিনের লকডাউনের কথা ঘোষণা করেছিলেন। আগামী 14 এপ্রিল তার মেয়াদ শেষ হচ্ছে। মানুষ আশা করতে শুরু করেছেন যে, আগামী 14 এপ্রিলের পর আর হয়ত লকডাউন করা হবে না। কিন্তু বাস্তব সে কথা বলছে না।

যত দিন যাচ্ছে, ততই বাড়ছে করোনা ক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আভাস দিয়েছিলেন যে, লকডাউন বাড়ানো হবে। এমনকি আগামী শনিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হবে বলে জানা যাচ্ছে। তবে কি হবে তা সময় বলবে, কিন্তু লকডাউনের মেয়াদ বাড়ানোর আগে এবার নটি রাজ্য খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল। আর সেখানেই তিনি একটি বিশেষজ্ঞ টিম গঠনের কথা জানিয়ে নয়টি রাজ্য খতিয়ে দেখার কথা জানান। লব আগরওয়াল বলেন, “কেন্দ্র থেকে দশটি দল তৈরি করা হয়েছে। এই দলগুলো নটি রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখবে। তারপরে সোজা কেন্দ্রের কাছে নিজেদের রিপোর্ট জমা দেবে।”

কিন্তু কেন্দ্রে ঠিক করা নটি রাজ্যের মধ্যে কোন কোন রাজ্য রয়েছে? জানা গেছে, বিহার, রাজস্থান, গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশের মত রাজ্যগুলো রয়েছে কেন্দ্রের তালিকায়। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্ত রাজ্যে করোনা ভয়ঙ্কর আকার নিতে শুরু করেছে। তাই সেই রাজ্যগুলোর অবস্থা দেখে রিপোর্ট নিয়ে লকডাউনের মেয়াদ কত দিন বাড়বে, তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাইছে কেন্দ্র।

বর্তমানে গোটা বিশ্বই করোনার করাল গ্রাসে রয়েছে – কিন্তু, তার মধ্যেও ভারত সরকার যেভাবে আর্থিক ক্ষতি স্বীকার করেও লকডাউনের মত সিদ্ধান্ত নিয়ে করোনাকে নিয়ন্ত্রণে রাখছে – তাকে কুর্নিশ করছে গোটা বিশ্ব। কিন্তু, লকডাউনের জেরে কার্যত ধ্বসে যাওয়ার মুখে অর্থনীতি – তা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তাঁর কাছে দেশবাসীর প্রাণ সবার আগে। ফলে, সব মিলিয়ে লকডাউন নিয়ে এখন গোটা পরিস্থিতি কোনদিকে গড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!