৬ নয় ১১ জনের কেন্দ্র ধরে রাজ্য বিজেপির প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত – জানুন বিস্তারিত কলকাতা বিশেষ খবর রাজ্য February 21, 2019 গতকালই এক প্রতিবেদনে আমরা জানিয়েছিলাম যে, গত মঙ্গলবার কলকাতার এক অভিজাত হোটেলে, আসন্ন লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির প্রাথমিক প্রার্থী তালিকা তৈরী করতে এক বৈঠকে বসেন গেরুয়া শিবিরের নেতারা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়, রাজ্যের নির্বাচনী আহ্বায়ক মুকুল রায়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাহুল সিনহা ও রাজ্যের নির্বাচনী কমিটির ১৬ জন সদস্য। ওই বৈঠকের কথা স্বীকার করে নিলেও, কি আলোচনা হয়েছে ওই বৈঠকে তা নিয়ে কার্যত মুখে কুলুপ এঁটেছেন রাজ্য বিজেপির নেতারা। তবুও আমরা আগের প্রতিবেদনে জানিয়েছিলাম অন্তত ৬ জন প্রার্থীর কেন্দ্র ধরে তালিকা প্রস্তুত ও আরও ১৬ জন প্রার্থীর নাম প্রস্তুত হলেও তাঁদের কেন্দ্র সম্পর্কে কিছু জানা যায় নি। যদিও, এই খবরের সত্যতা সরকারিভাবে গেরুয়া শিবিরের তরফে স্বীকার করা হয় নি, সম্পূর্ণভাবেই বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে আমরা দিয়েছিলাম। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - কিন্তু, গতকালের প্রতিবেদনের পর, আরও বেশ কিছু গেরুয়া শিবিরের নেতার সঙ্গে কথা বলে জানা যাচ্ছে – ৬ নয়, মোট ১১ টি কেন্দ্রের প্রার্থী তালিকা সম্পূর্ণ এবং তা দিল্লিতে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ ও সঙ্ঘ ঘনিষ্ঠ এক কেন্দ্রীয় নেতা বসে চূড়ান্ত অনুমোদন দেবেন সেই তালিকায় এবং এই রাজ্যের ক্ষেত্রে ওই ১১ টি নামই হতে চলেছে সরকারিভাবে বিজেপির প্রথম প্রকাশিত প্রার্থী তালিকা। তবে আবারো জানানো যাচ্ছে যে, গেরুয়া শিবিরের তরফে সরকারিভাবে এই নিয়ে কিচ্ছু জানানো হয় নি – এই তালিকা সম্পূর্ণভাবেই বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত সূত্রের খবর অনুযায়ী প্রকাশ করা হচ্ছে। আমাদের হাতে যে তালিকা এখনও পর্যন্ত এসেছে তা হল – ১. আলিপুরদুয়ার – মনোজ টিগ্গা ২. দার্জিলিং – সুরিন্দর সিংহ আহলুওয়ালিয়া ৩. কৃষ্ণনগর – সত্যব্রত মুখোপাধ্যায় অথবা তাঁর পুত্র (সিদ্ধান্ত নেওয়ার ভার সম্পূর্ণভাবে জলুবাবুর হাতেই ছাড়া হয়েছে) ৪. বনগাঁ – শঙ্কর ঠাকুর ৫. দমদম – শমীক ভট্টাচার্য্য ৬. ঘাটাল – ভারতী ঘোষ ৭. ঝাড়গ্রাম – নরহরি মাহাতো ৮. পুরুলিয়া – সায়ন্তন বসু ৯. বিষ্ণুপুর – সৌমিত্র খাঁ ১০. আসানসোল – বাবুল সুপ্রিয় ১১. সঙ্ঘ ঘনিষ্ঠ এক নেতা (তবে নেতার নাম ও কেন্দ্র – এখনও পর্যন্ত জানা সম্ভব হয় নি) আপনার মতামত জানান -