এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিদি ইমেজ ছেড়ে এবার কি বাংলার ‘মায়ের’ ভূমিকায় অবতীর্ন হতে চান মমতা? নতুন পদক্ষেপে জল্পনা

দিদি ইমেজ ছেড়ে এবার কি বাংলার ‘মায়ের’ ভূমিকায় অবতীর্ন হতে চান মমতা? নতুন পদক্ষেপে জল্পনা


মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর পশ্চিমবঙ্গবাসী তথা তাঁর দলের কর্মী-সমর্থকরা এতদিন পর্যন্ত তাঁকে দিদি বলেই সম্বোধন করে এসেছেন। বাংলায় দিদি বলতে এক ডাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই সকলের মাথায় প্রথমে আসে। বর্তমানে করোনা পরিস্থিতিতে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন জনসাধারণকে প্রতিদিন প্রতিনিয়ত মাস্ক ব্যবহার করার জন্য। এমনকি গত বুধবার নবান্নতে একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী কৌতুক করে বলেছেন মাস্ক এখন আমাদের নতুন পোশাক।

করোনা পরিস্থিতি তৈরি হওয়ার পরেই সরকারের তরফে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্কের ব্যবহার এবং গ্লাভস ব্যবহার করার সতর্কবার্তা বারংবার দেওয়া হয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মাস্ক ব্যবহারের বিষয়ে বেশ কয়েকটি পরামর্শ‌ও দিয়েছেন। জানা গেছে দিন তিনি ওই সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘মাস্ক প্রতিদিনের অঙ্গ হয়ে গিয়েছে। শুধু পরে থাকলেই চলবে না। ছ’ঘণ্টার বেশি ব্যবহার করা চলবে না। বদলাতে হবে। কটন মাস্কের অবশ্য একটা সুবিধে। নিয়মিত কাচা যায়।’

মুখ্যমন্ত্রী কেবলমাত্র সচেতন করাই নয়, অনেক ক্ষেত্রে রাস্তায় নেমে মানুষের মুখে মাস্ক তুলেও দিয়েছেন। রাজ্যে করোনা থাবা বসানোর পর থেকেই মুখ্যমন্ত্রীকে অতি সাধারন রুমালকে মাস্ক হিসেবে ব্যবহার করতে দেখা গেছে। আবার কখনো সাধারণ সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে দেখা গেছে। কিন্তু গত বুধবার মুখ্যমন্ত্রীর মাস্কে দেখা গিয়েছে নতুন সংযোজন। গত বুধবার ওই সাংবাদিক সম্মেলনে নবান্নে ঢোকার সময় মুখ্যমন্ত্রীর মুখে সবুজ রঙের সার্জিক্যাল মাস্ক থাকলেও তার ওপর দেখা গিয়েছে একটি পশ্চিমবঙ্গের ম্যাপ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সরকারের নির্দেশ অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য মাস্ক এবং স্যানিটাইজার আমাদের প্রত্যেককেই ব্যবহার করতে হবে। এরইমধ্যে বাজারের ছেয়ে গেছে নানা ধরনের মাস্ক। রাজনৈতিক নেতাকর্মীরা তাদের নিজস্ব দলের প্রতীক লাগানো মাস্ক ব্যবহার করছেন। আবার জনসাধারণকে মমতা মোদির মুখ বসানো মাস্ক ব্যবহার করতেও দেখা যাচ্ছে। বুধবারের পর গত শুক্রবার বিশ্ব পরিবেশ দিবসের দিন ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল পশ্চিমবঙ্গের ম্যাপ লাগানো ওই মাস্ক ব্যবহার করতে।

এমনকি এদিন দেখা গেছে ওই মাস্কে পশ্চিমবঙ্গের ম্যাপের উপর স্পষ্ট ভাবে লেখা আছে ‘মা’। মুখ্যমন্ত্রী মাস্ক ব্যবহারের জন্য সতর্কবার্তা দিচ্ছেন ঠিকই কিন্তু নেটিজেনদের কাছে এখন মুখ্যমন্ত্রী পরিহিত ওই ‘মা’ লেখা মাস্কটিই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একদিকে করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যবাসীকে সচেতন করার পাশাপাশি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে ফের রাজ্যবাসী সামনে তুলে ধরতে পিছপা হচ্ছেন না।

মুখ্যমন্ত্রীর পরিহিত মাস্কে পশ্চিমবঙ্গের ম্যাপ সহ ‘মা’ লেখাটি তার দিদি ইমেজটির পরিবর্তিত রূপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কেননা ইতিমধ্যেই তাঁর মুখে ওই মাস্ক দেখে তৃণমূল কর্মী সমর্থকরা তাঁকে ‘মমতাময়ী মা’ আখ্যা দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিচ্ছেন। এমনকি অনেকে ‘বাংলার গর্ব মমতা’ পেজ থেকে তাঁর ছবি শেয়ার করে দেখাচ্ছেন কিভাবে ‘মাতৃস্নেহে’ তিনি বাংলাকে আমপান-করোনার ধাক্কা থেকে রক্ষা করছেন।

ফলে আগামী নির্বাচনের মধ্যে এই মাস্কের মাধ্যমেই দল তাঁর দিদি ইমেজ পরিবর্তন করে মা ইমেজটি প্রতিস্থাপন করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্য তৃণমূল ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের স্লোগান হিসাবে ‘মা মাটি মানুষ’ কথাটি ব্যবহার করেছেন। তবে কি করোনা পরবর্তী পরিস্থিতিতে ‘মমতাময়ী বঙ্গজননী মমতা’ রূপেই তাঁদের প্রিয় নেত্রীকে তুলে ধরবেন তৃণমূল কর্মী-সমর্থকরা? সেই জল্পনাই এখন প্রবল বাংলার আকাশে বাতাসে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!