এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পাহাড়ের রাজনীতিতে নতুন মোড়! মুখ্যমন্ত্রীকে লেখা রোশন গিরির চিঠি ঘিরে তীব্র জল্পনা

পাহাড়ের রাজনীতিতে নতুন মোড়! মুখ্যমন্ত্রীকে লেখা রোশন গিরির চিঠি ঘিরে তীব্র জল্পনা

দীর্ঘ রক্তক্ষয়ী আন্দোলন, অবরোধ ও হিংসার পর সরকারের উদ্যোগে অবশেষে শান্তি ফিরেছে পাহাড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখন হাসি ফুটেছে কাঞ্চনকন্যার মুখে বলে দাবি শাসকদলের। অন্যদিকে পাহাড়ের দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণেরও বদল ঘটেছে। একদা গোর্খা জনমুক্তি মোর্চার ব্যাটন নিজেদের হাতে রাখা বিমল গুরুং, রোশন গিরিরা এখন কার্যত ফেরার হিসেবেই পরিচিত।

পাশাপাশি গোর্খা জনমুক্তি মোর্চার দায়িত্ব এসেছে বিনয় তামাংয়ের হাতে। বিমল গুরুং, রোশন গিরিদের সময় যে মোর্চার সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক তৈরি হয়েছিল রাজ্য সরকারের, বিনয় তামাং সেই মোর্চার দায়িত্বে আসায় এখন রাজ্যের সাথে মোর্চার সম্পর্ক এতটাই মধুর যে আগামী লোকসভা নির্বাচনে তাঁরা আর বিজেপিকে নয়, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবে বলেও জানিয়ে দিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই পরিস্থিতিতে যখন দিনকে দিন পাহাড়ের রাজনীতি থেকে ব্যাকফুটে চলে যাচ্ছেন বিমল গুরুং, রোশন গিরিরা, ঠিক তখনই মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা সেই রোশন গিরির একটি চিঠিকে ঘিরে ছড়াল প্রবল জল্পনা। কিন্তু হঠাৎ সেই রোশন গিরি কি এমন লিখলেন মুখ্যমন্ত্রীকে? সূত্রের খবর, প্রথমেই চিঠিতে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন রোশন। যার কারণ হিসেবে সম্প্রতি পাহাড়ে গিয়ে মুখ্যমন্ত্রীর পাহাড় তরাই ও ডুয়ার্স নিয়ে পৃথক প্রশাসনিক ইউনিট গঠনের কথা উল্লেখ করা আছে।

চিঠিতে রোশন গিরি লেখেন, “মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের প্রতি আমার আন্তরিক সমর্থন রয়েছে। তাই এই চিঠি লিখছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ পাহাড়ের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করবে”। অন্যদিকে এই বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতেও তিনি রাজি বলেও চিঠিতে উল্লেখ করেছেন রোশন গিরি। আর এখানেই একাংশের ধারণা, তাহলে কি পাহাড়ের রাজনীতি থেকে দিনকে দিন ব্যাকফুটে চলে যাওয়া বিমল গুরুং, রোশন গিরিরা এবার মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসে ফের মূলস্রোতে ফিরে আসতে চাইছেন! তবে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা চাইলেও বিমল, রোশনের আবেদনে সরকার আদৌ সাড়া দেয় কিনা এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!