এখন পড়ছেন
হোম > খেলা > স্পোর্টস আপডেট ফটাফট – একনজরে খেলার দুনিয়ায় কোথায় কি ঘটছে, দেখে নিন চটজলদি

স্পোর্টস আপডেট ফটাফট – একনজরে খেলার দুনিয়ায় কোথায় কি ঘটছে, দেখে নিন চটজলদি


সকাল বেলাতেই দেখে নিন খেলার দুনিয়ার লেটেস্ট আপডেট – কোথায় কি ঘটছে একনজরে। খেলার রঙিন দুনিয়ার সমস্ত খবর একজায়গায়।

১. প্রবল বৃষ্টিতে বিশ্বকাপের ১১ তম ম্যাচ বাতিল ঘোষিত হয়, ফলস্বরূপ ১ পয়েন্ট করে পেল পাকিস্তান ও শ্রীলঙ্কা।
২. ভারতীয় প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রাঁচির বাড়িতে চুরির অভিযোগে গ্রেপ্তার ৩।
৩. আই সি সি খারিজ করে দিল বিসিসিআই-এর আবেদন – ধোনির উইকেটকিপিং গ্লাভসে সেনার চিহ্ন নিয়ে বিতর্ক তুঙ্গে।
৪. আই সি সির নির্দেশ – ধোনির উইকেটকিপিং গ্লাভসে চলবে না ‘সেনাচিহ্ন’, এটা বিশ্বকাপের নিয়ম বিরুদ্ধ।
৫. বিস্ফোরক জেশন হোল্ডার – দাবি করেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ কে দেখে শেখা উচিত ক্যারিবিয়ানদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৬. ধোনির উইকেটকিপিং গ্লাভস বিতর্কে বিসিসিআই-এর পাশে দাঁড়াল কেন্দ্র।
৭. ইয়র্কারে তো বটেই বুমরাহ সেরা ওয়ান-ডে ক্রিকেটেও, মত প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রমের।
৮. বৃষ্টির জেরে বাতিল হয়ে গেল টীম ইন্ডিয়ার নেট প্র্যাকটিস সেশন।
৯. প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং মনে করছেন বুমরাহ আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন অজিদের জন্য।
১০. কিংবদন্তি অ্যালান বর্ডারের মতে – অপরাজের নয় বিরাট কোহালির নেতৃত্বাধীন ভারত।
১১. আম্পায়ারদের নিপেক্ষতা নিয়ে আক্ষেপ ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েটের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!