এখন পড়ছেন
হোম > খেলা > স্পোর্টস আপডেট ফটাফট – একনজরে খেলার দুনিয়ায় কোথায় কি ঘটছে, দেখে নিন চটজলদি

স্পোর্টস আপডেট ফটাফট – একনজরে খেলার দুনিয়ায় কোথায় কি ঘটছে, দেখে নিন চটজলদি


সকাল বেলাতেই দেখে নিন খেলার দুনিয়ার লেটেস্ট আপডেট – কোথায় কি ঘটছে একনজরে। খেলার রঙিন দুনিয়ার সমস্ত খবর একজায়গায়।

১. সব রকম ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর ব্যাটসম্যানের নাম এখন স্টিভ স্মিথ! দাবি অ্যারোন ফিঞ্চের
২. ব্যাটিং ও স্পিন এর জন্য এগিয়ে বিরাট বাহিনী দাবি জেমস থমসনের
৩. ধোনির গ্লাভস বিতর্ক তুঙ্গে – আইসিসির নিয়ম মেনেই চলা হবে জানিয়ে দিল বিসিসিআই
৪. নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে ৩ নম্বরে নেমে বাংলাদেশের শাকিব আল হাসানের অনবদ্য সেঞ্চুরি – ১১৯ বলে ১২১ রানের চমকপ্ৰদ ইনিংস
৫. চলতি বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি ইংল্যান্ডের জেশন রয়ের – রাজকীয় ইনিংসে মুগ্ধ ক্রিকেট বিষয়
৬. বিশ্বকাপ ২০১৯-এ সাত উইকেটে আফগানিস্থানকে হারিয়ে দিল নিউজিল্যান্ড, ৬ পয়েন্ট নিয়ে গ্রূপ শীর্ষে কিউইরা

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৭. পাক লেখক এবং সাংবাদিক তারক ফতেহ টুইটে বলেছেন, পাকিস্তান দল মাঠে নমাজ পড়লে আইসিসির কোনও আপত্তি নেই! কিন্তু ধোনি গ্লাভসে বলিদান প্রতীক ব্যবহার করলে তাঁদের যত আপত্তি!
৮. নেট প্র্যাকটিসে ওয়ার্নারের জোরালো শটে মাথায় আঘাত পান ভারতীয় বংশোদ্ভুদ ফাস্ট বোলার জয়কিষান প্লাহা, ইনি অস্ট্রেলিয়ার হয়ে খেলেন।
৯. দেশের আগে অর্থকে স্থান দিয়েছিল ডিভিলিয়ার্স, যা মোটেও সমর্থনযোগ্য নয় – দাবি করে বলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের
১০. সই বিতর্কে জড়িয়ে পড়া জবি জাস্টিনকে খেলতে হবে ইস্টবেঙ্গলেই, তদন্তের পর ফেডারেশনকে জানিয়ে দিল আইএফএ
১১. কিংস কাপের তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচে জিতল ভারতীয় ফুটবল দল
১২. ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ফাইনালের আগে রোনাল্ডো বলেছেন – প্রস্ততিতে ফাঁক রাখি না বলেই ৩৪ বছর বয়সেও সমস্যা হয় না, এখনও আমার অনেক কিছু দেওয়ার রয়েছে
১৩. আজ বিশ্বকাপের ১৪ তম ম্যাচে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!