এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভোটারদের চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে ভোটদানে বাধার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

ভোটারদের চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে ভোটদানে বাধার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে


রাজ্যে পঞ্চায়েত ভোটগ্রহণ ঘিরে একের পর এক অশান্তির খবর উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগের তীর শাসকদলের দিকে। আর এবার বর্ধমানের কালনার কাখুরিয়ায় ভোটেরদের চোখে লঙ্কাগুঁড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। স্থানীয় সূত্রের খবর, এরপরেই পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে অভিযুক্তদের দিকে।

স্থানীয় সূত্রের খবর, ভোট পন্ড করার উদ্দেশ্যেই এই ঘটনা বলে অভিযোগ উপস্থিত ভোটারদের। তবে পুলিশ সাথে সাথে কার্যকরী ভূমিকা নেওয়ায় পরিস্থিতি সহজেই নিয়ন্ত্রণে আসে। বিরোধীদের দাবি, নির্বাচনে হার নিশ্চিত জেনেই তৃণমূলের গুন্ডাবাহিনী ভোট পন্ড করার জন্য এসব করছে। অন্যদিকে সব অভিযোগ অস্বীকার তৃণমূলের। স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, মানুষ আমাদের পাশে আছেন, বিরোধীরাই এইসব করে চক্রান্ত করে তৃণমূলের উপর দোষ চাপাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!