এখন পড়ছেন
হোম > রাজ্য > বিশ বাঁও জলে এসএসসি কাউন্সেলিং, ‘বেআইনি’ নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন

বিশ বাঁও জলে এসএসসি কাউন্সেলিং, ‘বেআইনি’ নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন

গত 6 জুলাই স্কুল সার্ভিস কমিশন ঘোষনা করে যে, পরীক্ষায় সফল ও প্যানেলভুক্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ নয়, আপাতত কাউন্সেলিং শুরু করা হবে। জানা যায়, জুলাই মাসের 16 থেকে 21 তারিখ পর্যন্ত এই কাউন্সেলিং হওয়ার কথা থাকলেও এই ঘোষনা বেআইনি বলে হাইকোর্টে করা হল একটি মামলা।  ঐ প্রসঙ্গে মামলাকারীরা বলেন, “সফল প্রার্থীদের তালিকা প্রকাশের কথা বলা হলেও তা না করায় কোনোও প্রার্থীর পর থাকা কেউ কাউন্সেলিং মারফত যে চাকরি পাবেন না, এটা কেউই নিশ্চিত করে বলতে পারবে না।” এদিকে এ প্রসঙ্গে মামলাকারীদের আইনজীবি আশিষ চৌধুরী প্রশ্ন তোলেন, “13 মাস কমিশনে সেক্রেটারি নেই। তাহলে এই নির্দেশ কে জারি করলেন?” কমিশনের নথিতে বলা সফল প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে রাখার কথাও এদিন বলেন তিনি। জানা গেছে, 2017 র 27 নভেম্বর একাদশ দ্বাদশ শ্রেনীর ও চলতি বছরে 12 মার্চ নবম দশম শ্রেনীর প্রার্থীদের শিক্ষক পদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলেও ফের বিপাকে এসএসসি কাউন্সিল।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!