এখন পড়ছেন
হোম > রাজ্য > নতুন মামলার জালে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নতুন আশঙ্কা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থী

নতুন মামলার জালে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নতুন আশঙ্কা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থী

বর্তমানে আইনি জটে আটকে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। উচ্চ মাধ্যমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগে প্রবল বাধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনকে। জানা গেছে, এই তিন স্তর মিলিয়ে প্রায় 32 হাজারের মতো শিক্ষকদের শূন্য পদ রয়েছে এরাজ্যে। যা পূরণ করতে এখন হাঁসফাঁস অবস্থা রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের। কারণ বেশিরভাগ পরীক্ষার্থীদের ভবিষ্যৎ এখন আইনের জটে আটকে রয়েছে।

সম্প্রতি উচ্চমাধ্যমিক স্তরে কাউন্সেলিং এর আগেই মেধা তালিকা প্রকাশের অভিযোগ এনে মামলা হয়েছে হাইকোর্টে। আর এবার সেই একই পথে হেঁটে মাধ্যমিকের ক্ষেত্রেও সেই একই অভিযোগ এনে আদালতে কদিন আগেই মামলা দায়ের করেছেন পরীক্ষার্থী মনিকা রায়। যার জেরে এখন মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগেও মেধা তালিকা পরিবর্তন হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

শুধু এখানেই শেষ নয়, এসএসসির মডেল উত্তরপত্র ভুল বলে প্রশ্ন তুলে কদিন আগেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কুন্তল সামন্ত, পীযুশ সেনাপতি সহ মোট 61 জন পরীক্ষার্থী। এদিন এই মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ পরীক্ষার্থীরা দাবি করে যে, স্কুল সার্ভিস কমিশনের মডেল উত্তরপত্র ভুল। তাই তারা যে উত্তর দিয়েছে সেই উত্তরই সঠিক।

এদিকে কমিশনকে চাপে ফেলে মামলাকারীদের অভিযোগই যে ঠিক সে ব্যাপারে বৃহস্পতিবারই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি শেখর ববি সরাফ। তিনি বলেন, “মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ এই তিনটি প্রশ্নের কমিশনের দেওয়া উত্তর ভুল।” এই মামলায় সিঙ্গেল বেঞ্চ আরও নির্দেশ দেয় যে, মামলাকারীদের উত্তর সঠিক হলে তাদের এই প্রশ্নের জন্য প্রাপ্ত নম্বর দিয়ে নিয়োগ প্রক্রিয়ায় তাদের নাম বিবেচনা করতে হবে। আর তাই এসবের মাঝেই উচ্চমাধ্যমিকের মত এবার মাধ্যমিক স্তরের ধাক্কা খেয়ে প্রবল চাপে স্কুল সার্ভিস কমিশন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!