এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এসএসসি বিতর্কের মাঝেই চিরকুট দিয়ে চাকরি, বিস্ফোরণ ঘটালেন স্বয়ং মমতা!

এসএসসি বিতর্কের মাঝেই চিরকুট দিয়ে চাকরি, বিস্ফোরণ ঘটালেন স্বয়ং মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এসএসসি নিয়ে কার্যত জেরবার রাজ্য সরকার। আদালতের নির্দেশ এবং তারপরে একের পর এক নেতা, মন্ত্রীকে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার কারণে অস্বস্তিতে পড়ে গিয়েছে নবান্ন। বিরোধীদের দাবি, স্বাধীনতার পর সবথেকে বড় কেলেঙ্কারির নাম এই এসএসসি। আর এই পরিস্থিতিতে এসএসসি নিয়ে যখন জেরবার রাজ্য সরকার, ঠিক তখনই বাম আমলের প্রসঙ্গ তুলে ধরে চিরকুট দিয়ে চাকরি দেওয়া হয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে আগামী দিনে সব তথ্য তিনি সামনে আনবেন বলেও জানিয়ে দিলেন বাংলার প্রশাসনিক প্রধান।

সূত্রের খবর, এদিন ঝাড়গ্রামের একটি সভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বুঝিয়ে দেন, বিগত বাম সরকারের আমলে অনেক দুর্নীতি হয়েছে। অনেক ক্ষেত্রে চিরকুট দিয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এদিন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “34 বছর সিপিএম আমলে চিরকুট দিয়ে চাকরি পাওয়া যেত। বদলি হত। সিপিএমের 34 বছরে অনেক খোঁজ নিয়েছি। আসতে আসতে চ্যাপ্টার ওপেন করব। এতদিন ভদ্রতার খাতিরে কিছু করিনি।”

স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলে যে বিতর্ক থেকে কিছুটা বাঁচতে চাইলেন, তা পরিষ্কার। অনেকে বলছেন, এসএসসির দুর্নীতি নিয়ে জেরবার রাজ্য সরকার। রাজ্যের বিরুদ্ধে অর্থ দিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। তাই সেদিক থেকে বিগত বাম আমলেও যে দুর্নীতি হয়েছে, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!