এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এসএসসি মামলায় বড় নির্দেশ আদালতের ! বরখাস্ত হলেন পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারী !

এসএসসি মামলায় বড় নির্দেশ আদালতের ! বরখাস্ত হলেন পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারী !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে এসএসসি কে কেন্দ্র করে চরম অস্বস্তিতে রাজ্য সরকার যেখানে এসএসসির অনিয়মের অভিযোগে একাধিক মামলা চলছে আর  এরইমধ্যে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের নাম মেধা তালিকায় জায়গা না পেয়েও কি করে একটি বিদ্যালয়ে কর্মরত হলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। এই পরিস্থিতিতে কার্যত গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের অস্বস্তি বাড়তে শুরু করেছে।২০১৮ সালে এসএসসি-র মাধ্যমে শিক্ষিকার চাকরি পান অঙ্কিতা অধিকারী। 

কোচবিহারের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির রাষ্ট্র-বিজ্ঞান পড়াতেন মন্ত্রী কন্যা  গত ৪১ মাস ধরে চাকরি করেছেন তিনি। তবে এবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জানা যাচ্ছে যে  রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতাকে শিক্ষিকার চাকরি থেকে বরখাস্ত করা হল সেই সাথে আরাও নির্দেশ দেওয়া হয়েছে যে এতদিন পর্যন্ত  যে অর্থ তিনি পেয়েছেন তা  দু’টি কিস্তিতে এই অর্থ কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ফেরত্‍ দিতে হবে অঙ্কিতা অধিকারীকে।প্রথম কিস্তির সময়সীমা আগামী ৭ জুন। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!