এখন পড়ছেন
হোম > রাজ্য > এসএসসি মামলাতে হস্তক্ষেপ ইডির ! নয়া পদক্ষেপে চাপের মুখে এসএসসি কমিশন !

এসএসসি মামলাতে হস্তক্ষেপ ইডির ! নয়া পদক্ষেপে চাপের মুখে এসএসসি কমিশন !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-   এসএসসি নিয়োগ নিয়ে জটিলতা এবং বিতর্ক ক্রমশ ঊর্ধ্বমুখী অবশেষে এবার প্রবল চাপের মুখে পড়তে চলেছে  এসএসসি কমিশন । নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অনুসন্ধান করতেই এই মামলার নতুন মোড় নিলো ।কোটি কোটি টাকার লেনদেন চাকরির হয়েছে কিনা সে বিষয়েই তদন্ত শুরু করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যই দিল্লির ইডির দফতর থেকে কলকাতার সিবিআই দফতরে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিেত এসএসসি দুর্নীতি মামলার নথি চাওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য বেআইনি নিয়োগের জন্য কোনও আর্থিক লেনদেন চলত কিনা সেটা তদন্ত করতে চায় তারা।

সূত্রের খবর এফআইআরের ৪টি কপি ও যাবতীয় নথি চাওয়া হয়েছে যেখানে  চাকরির বিনিময়ে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। সিবিআইয়ের নথি ও বাগ কমিটির রিপোর্ট খতিয়ে দেখে ইডি-র এফআইআর করা হয়েছে। এসএসসি মামলায় যে ৪টি এফআইআর হয়েছে তার কপি এবং এই মামলায়  তদন্তে এখনও পর্যন্ত যে তথ্য উঠে এসেছে সেগুলিও রিপোর্ট আকারে চাওয়া হয়েছে। সূত্রের খবর অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন ইডির আধিকারীকরা।

এসএসসি মামলায় যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে চাকরির বিনিময়ে এমনই জানতে পেরেছেন তদন্তকারীরা ফলে সেই টাকা কোথায় পৌঁছল , কারা কারা টাকা নিয়েছিলেন সব কিছু খতিয়ে দেখতে চাইছেন  তদন্তকারী অফিসাররা ।সব মিলিয়ে এখন দেখার বিষয় এসএসসি মামলার তদন্তে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর  থাকবে সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!