এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এসএসসি নিয়ে বিতর্কের মাঝেই বড় নিয়োগের দাবি, একি বললেন বিজেপি নেতা!

এসএসসি নিয়ে বিতর্কের মাঝেই বড় নিয়োগের দাবি, একি বললেন বিজেপি নেতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এসএসসি নিয়ে জেরবার রাজ্য সরকার। একটাই অভিযোগ, চাকরিতে মেধা জায়গা পায়নি। যার ফলে আদালতের নির্দেশে সিবিআই তাদের তদন্ত শুরু করেছে। একের পর এক মন্ত্রী সিবিআই জেরার মুখোমুখি হচ্ছেন। চাপ বাড়ছে রাজ্য সরকারের। আর এই পরিস্থিতিতে ব্যাপক শূন্যপদ থাকা সত্ত্বেও, কেন নিয়োগ হচ্ছে না, সেই ব্যাপারে প্রশ্ন তুলে আদালতের কাছে আবেদন জানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। যেখানে দ্রুত মেধাকে মান্যতা দিয়ে এই সমস্ত পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হোক বলে আর্জি জানালেন তিনি।

সূত্রের খবর, এদিন একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। যেখানে তিনি বলেন, “গোটা রাজ্যজুড়ে শিক্ষক, অশিক্ষক কর্মচারী মিলিয়ে সাড়ে 3 লক্ষের মত শূন্য পদ রয়েছে। যেখানে রাজ্যে এত দরিদ্র, সেখানে কেন এই শূন্যপদ পূরণ করা হচ্ছে না! আদালতের কাছে আমাদের অনুরোধ, দ্রুত এই শূন্যপদ পূরণ করা হোক। সেখানে যাতে মেধা গুরুত্ব পায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।” বিশেষজ্ঞদের মতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে এমনিতেই চাপে রাজ্য সরকার‌। বারবার দুর্নীতির অভিযোগ উঠছে। আর তার মধ্যেই বিজেপি নেতার এই দাবি রাজ্যকে আরও চাপের মুখে ফেলে দিল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!