এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এসএসসির মেধাতালিকা প্রকাশ হতেই মামলা দায়ের আদালতে, আবার কি মামলার গেরোয় আটকে যাবে নিয়োগ, চিন্তিত বহু প্রার্থী

এসএসসির মেধাতালিকা প্রকাশ হতেই মামলা দায়ের আদালতে, আবার কি মামলার গেরোয় আটকে যাবে নিয়োগ, চিন্তিত বহু প্রার্থী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উচ্চ প্রাথমিকের মেধাতালিকা প্রকাশের পরেই তার বিরুদ্ধে বেশ কিছু অস্বচ্ছতার অভিযোগ এনেছেন একাধিক চাকরিপ্রার্থী। বহু চাকরি প্রার্থীর অভিযোগ, মেধাতালিকায় অস্বচ্ছতা ও দুর্নীতি রয়েছে। যারা কম নম্বর পেয়েছেন, তাদের নাম মেধা তালিকায় রয়েছে। কিন্তু বেশি নম্বর পাওয়া যোগ্য ব্যক্তিদের বঞ্চিত করা হয়েছে। তাই আবার নতুন করে স্বচ্ছ তালিকা প্রকাশের দাবি করেছেন একাধিক পরীক্ষার্থী। অভিযোগ উঠেছে, ইন্টারভিউয়ের জন্য যে মেধা তালিকা এসএসসির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, সেখানে প্রার্থীদের নাম উল্লেখ করা হলেও মোট নম্বর উল্লেখ করা হয়নি। যার সুযোগ নিয়েই যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে কম নম্বর পাওয়া ব্যক্তিদের নাম তালিকায় রাখা হয়েছে। এ ছাড়াও একাধিক অস্বচ্ছতা রয়েছে তালিকাতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার মেধা তালিকা নিয়ে অভিযোগ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন আইনজীবী ফেরদৌস শামিম। তিনি অভিযোগ করেছেন যে, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণীর শিক্ষক নিয়োগ করার আগে মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই মৌখিক পরীক্ষা অনুযায়ী তালিকা প্রকাশ করা হয়। কিন্তু মৌখিক পরীক্ষায় চাকরিপ্রার্থীরা কত নম্বর পেয়েছেন? তা মেধা তালিকাতে প্রকাশ করা হয়নি। তিনি অভিযোগ করেছেন, যোগ্য প্রার্থীদের স্থান দেওয়া হয়নি মেধাতালিকাতে। অযোগ্যদের নিয়োগের জন্য সুযোগ দেয়া হয়েছে।

আগামী সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। যারফলে উচ্চ প্রাথমিকে নিয়োগ আবার আটকে যেতে পারে। ইতিপূর্বে মামলার কারণে দীর্ঘ সময় ধরে উচ্চ প্রাথমিকের নিয়োগ আটকে রয়েছে। এরপর মেধাতালিকা প্রকাশ করা হলে, নিয়োগের আশায় বুক বেঁধেছিলেন একাধিক চাকরিপ্রার্থী। আবার এ বিষয়ে মামলা জারি হওয়ায়, নিয়োগ নিয়ে তৈরি হলো সংশয়। স্কুল সার্ভিস কমিশনের এই মেধাতালিকায় অস্বচ্ছতার অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, মেধা তালিকায় নম্বর কেন রাখা হয়নি? তা দেখা দরকার। মুখ্যমন্ত্রী যেখানে বলেছিলেন যে, উচ্চ প্রাথমিকের নিয়োগে কোন দুর্নীতি করা হবে না। কিন্তু মেধার নম্বরই যদি না থাকে, তবে কিসের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হয়েছে?

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!