এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এসএসকেএমে অগ্নিকাণ্ড নিয়ে বড় প্রশ্ন মমতার! জানলে চমকে যাবেন!

এসএসকেএমে অগ্নিকাণ্ড নিয়ে বড় প্রশ্ন মমতার! জানলে চমকে যাবেন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি এসএসকেএম হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর সেই ব্যাপারেই প্রশ্ন করে কারণ জানতে চান মুখ্যমন্ত্রী। আর সেই কারণ প্রসঙ্গে এসি থেকেই আগুন লেগেছে বলে জানিয়ে দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আর এই কথা শুনেই রীতিমত বড় প্রশ্ন ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে শীতকালে কেন এসির প্রয়োজন হয়, এই প্রশ্ন করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

সূত্রের খবর, এদিন স্বাস্থ্য দপ্তরের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই এসএসকেএমে অগ্নিকাণ্ডের বিষয়টি জানতে চান মুখ্যমন্ত্রী। আর সেই ব্যাপারেই উত্তর দিতে গিয়ে সিটি স্ক্যানের ঘরে থাকা এসি থেকে আগুন লেগেছে বলে জানিয়ে দেন কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। আর এই কথা শুনে রীতিমতো অবাক হয়ে যান মুখ্যমন্ত্রী।

যেখানে তিনি বলেন, “শীতকালে কেন এসি চালানো হবে! আমরা তো ঘরেও এসি চালাই না। আইসিইউ, সিসিইউতে এসির প্রয়োজন হয়। কিন্তু হাসপাতালের অন্য জায়গায় কেন এসি চালানো হবে!” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি হাসপাতালের অপ্রয়োজনীয় কাজে কেন এসির ব্যবহার হবে, তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন বাংলার প্রশাসনিক প্রধান। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!