এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্টেডিয়াম উদ্বোধন নিয়েও তৃণমূল-বিজেপির তরজায় সরগরম এই এলাকা

স্টেডিয়াম উদ্বোধন নিয়েও তৃণমূল-বিজেপির তরজায় সরগরম এই এলাকা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচন কাছে আসতেই শুরু হয়ে গেছে দফায় দফায় রাজনৈতিক দলগুলির প্রচার। তবে সেক্ষেত্রে মানুষকে পাশে পেতে শাসকদল হওয়ার দরুণ তৃণমূল যে কিছু বেশি সুবিধা পাবে, সে ব্যাপারে একমত রাজনীতির কারবারিরা। ইতিমধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে পাশে পেতে একের পর এক প্রকল্প এবং কর্মসূচির কথা ঘোষণা করে যাচ্ছেন। অবশ্য এই নিয়ে বিরোধীদের কটাক্ষও হজম করতে হচ্ছে তাঁকে। আর এই কটাক্ষ বিরোধীরা জিইয়ে রাখলেন মুখ্যমন্ত্রীর ডুমুরজলা স্টেডিয়ামের উদ্বোধন নিয়ে। বিধানসভা নির্বাচনের আগে হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের উদ্বোধন করলেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে সেটি ভার্চুয়ালি উদ্বোধন হয়েছে বলে জানা গেছে। কিন্তু তাই নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা। বিরোধীদের দাবি, করোনা পরিস্থিতিতে এভাবে স্টেডিয়াম উদ্বোধন করা রাজনৈতিক চমকের অন্যতম উদাহরণ। প্রসঙ্গত, ডুমুরজলা স্টেডিয়ামটি একটি ইন্ডোর স্টেডিয়াম হিসেবে তৈরি করা হয়েছে। এক্ষেত্রে খরচ হয়েছে প্রায় 28 কোটি টাকা। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর স্টেডিয়াম উদ্বোধনের সময় প্রত্যক্ষভাবে ডুমুরজলা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, জেলাশাসক মুক্ত আর্য এবং হাওড়া পুরসভার কমিশনার অভিষেক তিওয়ারি। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে এই ডুমুরজলা ইনডোর স্টেডিয়াম কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত করা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই প্রসঙ্গ তুলে স্টেডিয়ামের উদ্বোধন তড়িঘড়ি করা নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে গেরুয়া শিবির। বিজেপির হাওড়া সদরের সভাপতি সুরজিৎ সাহা অভিযোগ করেন, কোভিড পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, সবাই টিকাও পায়নি, তার মধ্যেই যেভাবে স্টেডিয়ামকে খুলে দেওয়া হলো সর্বসাধারণের জন্য, তাতে কিন্তু ঝুঁকি থেকে যাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী সেসব কিছুই ভাবছেননা। অন্যদিকে অবশ্য রাজ্যের সমবায় মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায় গেরুয়া শিবিরের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন এবং জানিয়েছেন, স্টেডিয়াম আগেই তৈরি করা হয়ে গিয়েছিল।

সেক্ষেত্রে উদ্বোধনের কোন অসুবিধা নেই বলে জানান তৃণমূল নেতা। অন্যদিকে করোনা পরিস্থিতি যেহেতু এখন অনেকটাই স্বাভাবিক, তাই এখন আর এখানে কোয়ারেন্টাইন সেন্টারও নেই বলে জানান অরূপবাবু। পাশাপাশি পুরো স্টেডিয়াম স্যানিটাইজ করার পরেই উদ্বোধন করা হয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গেছে। অন্যদিকে, রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন রাজ্যের তৃণমূল এবং বিজেপির রাজনৈতিক দ্বন্দ্ব যত দিন যাচ্ছে, ততই বেড়ে চলেছে। সেক্ষেত্রে ডুমুরজলা স্টেডিয়াম উদ্বোধন হাওড়া জেলাবাসীকে খুশী করার জন্যই করা হল বলে মনে করছেন বিরোধীরা। আর সেই সূত্রে দুই দলের তরজা যে ক্রমশ বাড়বে, সে কথা বলাইবাহুল্য।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!