এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > স্ট্যান্ড রোড অগ্নিকাণ্ডে রাজ্যকেই দায়ী করলেন রাজ্যপাল

স্ট্যান্ড রোড অগ্নিকাণ্ডে রাজ্যকেই দায়ী করলেন রাজ্যপাল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল সন্ধে ৬ টায় স্ট্যান্ড রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত ৯ জনের মৃত্যুর কথা শোনা যাচ্ছে। যাদের মধ্যে ৪ জন হলেন দমকলকর্মী। এই ঘটনায় মুখ্যমন্ত্রী রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করলেও, ঘটনায় অনেকে দায়ী করেছেন দমকল বিভাগের গাফিলতিকে। আজ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। এই ঘটনার জন্য দমকল বিভাগের গাফিলতিকে তথা রাজ্য সরকারকে দায়ী করলেন তিনি।

গতকালের ঘটনায় দমকল বিভাগের গাফিলতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। বহুতলে কেন ফায়ার লিফটের ব্যবস্থা রাখা হয়নি? এ বিষয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে গতকাল আগুন ধরেছিল ১৩ তলায়। দমকল কর্মীদের যাবার কথা ছিল ১০ তলায়। কিন্তু ভুল করে ১৩ তলায় পৌছে যান তাঁরা। এরপর লিফটের দরজা খুলতেই আগুনে ঝলসে যায় তাঁদের দেহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অভিযোগ উঠেছে এই বহুতলে উপযুক্ত পরিকাঠামো ছিলো না। ছিল না একাধিক সুযোগ সুবিধা। এমনকি প্রতি ৩ মাস অন্তর অন্তর অগ্নিনির্বাপক যন্ত্রের পরীক্ষা করানো হয়, কিন্তু যা ১ বছর ধরে করা হয়নি, বলে অভিযোগ উঠেছে। এছাড়া অগ্নিকাণ্ড ঘটলে সঙ্গে সঙ্গে বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেয়া হয়। কিন্তু এ ক্ষেত্রে তা করা হয়নি, বলে অভিযোগ করা হয়েছে।

আজ ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রেলের বিভিন্ন আধিকারিক ও তদন্তকারী আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করলেন। ঘটনাস্থল পরিদর্শনের পর গণমাধ্যমে তিনি জানিয়েছেন যে, এই ঘটনা দুঃখজনক যে, যারা উদ্ধার করতে এসেছিলেন, তাদেরই প্রাণ গেছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা আগুন নেভাবার চেষ্টা করেছিলেন। তবে দমকল দেরিতে এসেছে বলে জানালেন রাজ্যপাল। তিনি অভিযোগ করেছেন, পার্কস্ট্রিট অগ্নিকাণ্ডের পরও কলকাতা দমকলের কোন আধুনিকীকরণ করা হয়নি।

কিন্তু এই আধুনিকীকরণ অত্যন্ত প্রয়োজনীয় ছিল। রাজ্যপাল জানিয়েছেন যে, দমকল কর্মীদের সঙ্গে আধুনিক যন্ত্রপাতির অভাব ছিল। প্রযুক্তি ও উপযুক্ত সরঞ্জামের অভাবেই এমন প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য তিনি রেলকে দায়ী করেন নি। তিনি জানান, আগুন দেখে রেলই খবর দিয়েছিল দমকলে। স্থানীয় প্রশাসনকে এর জন্য দায়ী করেছেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!