এখন পড়ছেন
হোম > রাজ্য > ইপিএফের সুবিধা আরও বেশি করে ছড়িয়ে দিতে বড়সড় পদক্ষেপের পথে স্ট্যান্ডিং কমিটি – জানুন বিস্তারিত

ইপিএফের সুবিধা আরও বেশি করে ছড়িয়ে দিতে বড়সড় পদক্ষেপের পথে স্ট্যান্ডিং কমিটি – জানুন বিস্তারিত


এবার শ্রম সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির তরফ থেকে ইপিএফের আওতায় আরও বেশি মানুষকে নিয়ে আসার জন্য মাসিক সর্বোচ্চ বেতন সীমা 15000 টাকা থেকে বৃদ্ধি করার দাবী জানানো হল।

সূত্রের খবর, আজ অসামরিক বিমান পরিবহনের সঙ্গে যুক্ত থাকা কর্মীদের বিষয়ে সংসদে একটি রিপোর্ট পেশ করবে শ্রম সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। তবে মাসিক সর্বোচ্চ বেতনসীমা ঠিক কত হওয়া প্রয়োজন সেই ব্যাপারে এখনও নির্দিষ্ট করে কোনো সুপারিশ দেওয়া হয়নি।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ইপিএফের গ্রাহক সংখ্যা প্রায় ছয় কোটির কাছাকাছি। আর যে গ্রাহকদের কাছে সামাজিক সুরক্ষা পৌঁছে দিতে ইতিমধ্যেই নানা উদ্যোগ নিয়েছে কেন্দ্র। কিন্তু মাসিক বেতনের সর্বোচ্চ সীমা বৃদ্ধির ক্ষেত্রে শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ঠিক কি কি সুপারিশ করছে?

জানা গেছে বর্তমানে 15000 টাকা বা তার কম বেতনের কর্মচারীর এই পিএফএর মত সুবিধা পেয়ে থাকেন। আর তাই এবারে সেই বেতনসীমা 15000 টাকা থেকে কিছুটা বৃদ্ধি করার জন্য কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের কাছে সুপারিশ জানানো হয়েছে। অন্যদিকে অসামরিক বিমান পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীদের বেতন 15 হাজার টাকার থেকে বেশি হওয়ায় তাঁরা ইপিএফের মতো সামাজিক সুরক্ষা পান না বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শ্রম সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে এই ব্যাপারে সুপারিশ করা হলেও তা ঠিক কতটা কার্যকর হবে সে নিয়ে একটা জল্পনা থেকেই যাচ্ছে। কেননা এর আগেও ইপিএফের নূন্যতম মাসিক পেনশনের পরিমাণ এক হাজার টাকা থেকে বৃদ্ধি করার সুপারিশ করা হলেও তা নিয়ে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফ থেকে সেরকম ভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এমনকি বেতনসীমা 15000 টাকা থেকে বাড়িয়ে 21 হাজার টাকা করার ব্যাপারে বলা হলেও কেন্দ্রের পক্ষ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি। তাই এবার শ্রম সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সুপারিশের পর তা নিয়ে ফের কোনো উদ্যোগ নেয় কিনা কেন্দ্র এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!