এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যে একযোগে ফিরছেন 20 হাজার পরিযায়ী শ্রমিক! সংক্রমণ বাড়ার ভয়ে কাঁপছে গোটা বাংলা!

রাজ্যে একযোগে ফিরছেন 20 হাজার পরিযায়ী শ্রমিক! সংক্রমণ বাড়ার ভয়ে কাঁপছে গোটা বাংলা!


করোনা ভাইরাসকে আটকাতে হঠাৎ করেই লকডাউনের কথা ঘোষণা হয়ে যাওয়ায় ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকরা প্রবল সমস্যায় পড়েছিলেন। লকডাউন শিথিল না হওয়ার কারণে তারা অন্য রাজ্যেই আটকে ছিলেন। তবে বুধবার প্রায় কুড়িটি শ্রমিক স্পেশাল ট্রেনে অন্য রাজ্য থেকে এরাজ্যে প্রায় কুড়ি হাজার পরিযায়ী শ্রমিক আসবে বলে খবর পাওয়া গেছে।

আর একসাথে এত জন শ্রমিক রাজ্যে পা রাখায় এখন রীতিমত চিন্তা বাড়ছে প্রশাসনের। জানা গেছে, এই সমস্ত শ্রমিকের বুধবার হাওড়া স্টেশনে পৌঁছানোর কথা। যার ফলে হাওড়া জেলা প্রশাসনের অন্তরে চিন্তার ভাঁজ দেখা দিতে শুরু করেছে। কেননা এত শ্রমিক একবারে আসলে যদি কারো শরীরে করোনা সংক্রমণ থাকে, তাহলে পরিস্থিতি সঙ্কটজনক হয়ে উঠতে পারে। তাই হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সাবধানী পদক্ষেপ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে সমস্ত যাত্রীর স্ক্রীনিং করা হবে। এরপর যদি কারও শরীরে কোনো উপসর্গ পাওয়া যায়, তাহলে তাকে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। তবে বর্তমানে সেভাবে কোনো কোয়ারেন্টাইন সেন্টার ফাঁকা না থাকায়, তাদেরকে বাড়িতেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে রাখার নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। পরবর্তীতে তাদের রিপোর্ট যদি করোনা পজেটিভ আসে, তাহলে তাদের করোনা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। ‘

তবে এত জন শ্রমিক একবারে একদিনে হাওড়া স্টেশনে নামায় চিন্তা কিছুটা হলেও থেকেই যাচ্ছে। এদিন এই প্রসঙ্গে হাওড়া জেলা স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, “এত শ্রমিক স্পেশাল ট্রেন একসঙ্গে আসছে বলে আমরা সমস্যায় পড়েছি। রাজ্য সরকার মেডিক্যাল টিম পাঠালেও এত সংখ্যক যাত্রী স্ক্রিনিং করা সম্ভব হবে বলে মনে হয় না। তবে চেষ্টা করা হবে। পরিস্থিতি এমনই যে করোনার উপসর্গ পেলেও আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে জায়গা দিতে পারব না। বাড়িতেই পাঠিয়ে দেওয়া হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, কিছুদিন আগে থেকেই ভিন রাজ্য থেকে শ্রমিক আসার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এত শ্রমিক একেবারে রাজ্যে কখনও পা রাখেনি। ইতিমধ্যেই যে সমস্ত শ্রমিকরা এরাজ্যে এসেছেন, তাদের অনেকের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। তাই একেবারে কুড়ি হাজারের মত পরিযায়ী শ্রমিক বুধবার হাওড়া স্টেশনে নামার পর তাদের অনেকের শরীরে করোনা ভাইরাস থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে সকলের। এখন গোটা পরিস্থিতিকে কীভাবে নিয়ন্ত্রণ করে প্রশাসন, তার দিকেই নজর থাকবে প্রত্যেকের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!