এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্র হাত তুলে নিতেই হাল ধরল রাজ্য, লোকসভার আগে ‘মাস্টারস্ট্রোক’ মমতা বন্দ্যোপাধ্যায়ের – জানুন বিস্তারিত

কেন্দ্র হাত তুলে নিতেই হাল ধরল রাজ্য, লোকসভার আগে ‘মাস্টারস্ট্রোক’ মমতা বন্দ্যোপাধ্যায়ের – জানুন বিস্তারিত


বিভিন্ন প্রকল্পে কেন্দ্র রাজ্যের পথ আটকে দিলেও রাজ্য যে স্বয়ংনির্ভরশীল হিসেবে সাধারণ মানুষের পাশে উন্নয়নের ডালি নিয়ে সব সময় থাকবে তা বারে বারেই নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুর্শিদাবাদ জেলার মানুষের পাশেও ঠিক এই ভাবেই দাড়াল রাজ্য সরকার।

সূত্রের খবর, একমাস আগে উঠে যাওয়া রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা যোজনার লক্ষ্য লক্ষ্য উপভোক্তাকে এবার রাজ্যের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় শামিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, এই মুর্শিদাবাদ জেলায় এই আরএসবিওয়াইয়ের 6 লক্ষ উপভোক্তাকে রাজ্য তাদের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনতে চলেছে। গতকাল স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে তৈরি একটি ট্যাবলোর যাত্রা সূচনা করার পর এই কথাই জানান মুর্শিদাবাদ জেলার জেলাশাসক পি উলগানাথন।

প্রসঙ্গত, বেশ কয়েক বছর আগে এই আরএসবিওয়াইয়ের যোজনা চালু করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। যেখানে প্রিমিয়াম ছিল মোটে 30 টাকা। আর উপভোক্তারা তাদের সেই 30 টাকা দিয়েই যোজনার আওতায় আসতেন। যার বিনিময়ে প্রায় 30 হাজার টাকার চিকিৎসা পরিষেবা তারা পেতেন। গত অক্টোবর মাসেই এই যোজনাকে তুলে নিয়েছে কেন্দ্র।

ফলে এবার এই যোজনার আওতায় থাকা এই জেলার 6 লক্ষ মানুষকে নিজেদের স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীনে আনার কথা ঘোষণা করল জেলা প্রশাসন। যার জেরে এবার এই মুর্শিদাবাদ জেলায় স্বাস্থ্য সাথী প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা বেড়ে দাড়ালো প্রায় সাড়ে দশ লক্ষ।

এদিকে জেলার স্বাস্থ্য সাথী প্রকল্পের উপভোক্তার সংখ্যা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিতেও শুরু করেছে জেলা প্রশাসন। অভিযোগ, বিভিন্ন সময়ে এই স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড দেখিয়ে নার্সিংহোম গুলিতে চিকিৎসা পরিষেবা পান না রোগীরা। ইতিমধ্যে এই ব্যাপারে একটি অভিযোগও জেলা প্রশাসনের কাছে জমা পড়েছে। আর এদিন সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখারও আশ্বাস দিয়েছেন জেলার জেলাশাসক।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিন এ প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলার জেলাশাসক পি উলগানাথন বলেন, “আরএসবিওয়াই থেকে আসা উপভোক্তারা আগামী জানুয়ারি মাসের মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের বায়োমেট্রিক কার্ড পেয়ে যাবেন। তবে যতদিন পর্যন্ত তারা এই নতুন কার্ড পাচ্ছেন না, ততদিন এই উপভোক্তারা আরএসবিওয়াই কার্ড দাখিল করেই নার্সিংহোম থেকে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন।” সব মিলিয়ে এবার কেন্দ্র পাশে না থাকলেও রাজ্যের স্বাস্থ্যপরিসেবায় আরএসবিওয়াইএর আওতায় থাকা মানুষদের অন্তর্ভুক্ত করল রাজ্য সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!