ব্রেকিং নিউজ – রাজ্য বিজেপির সমস্ত কর্মসূচি বাতিলের নির্দেশ এল দিল্লি থেকে কলকাতা জাতীয় বিশেষ খবর রাজ্য August 16, 2018 প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর শারীরিক অবস্থার অবনতির খবরে গতকাল রাত থেকেই মুষড়ে ছিলেন বঙ্গ-বিজেপি শিবিরের নেতারা। কিন্তু তাঁরা আশায় ছিলেন, আজ সকালে হয়ত ভালো খবর পাবেন। কিন্তু দিল্লিতে সকালে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়ে দিলেন – বিজেপির সমস্ত কর্মসূচি দিল্লিতে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কিছুক্ষন আগেই, রাজ্য বিজেপি সূত্রে জানা গেছে, দিল্লি থেকে নির্দেশিকা এসেছে রাজ্যেও বুথস্তর থেকে শুরু করে শীর্ষস্তর পর্যন্ত সমস্ত কর্মসূচি এক্ষুনি রদ করে দিতে হবে। কিন্তু, কেন এই সিদ্ধান্ত তা কিছু জানানো হয় নি। তবে এই নির্দেশিকার ফলে মনে করা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে কিছু খারাপ থাকতে পারে বলেই হয়ত এই সিদ্ধান্ত নেওয়া হল। তবে বিজেপির তরফে এই নিয়ে সরকারিভাবে কিছু জানা যায় নি। আপনার মতামত জানান -