এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য বিজেপি নেতৃত্বের অদল বদল নিয়ে মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক, গেরুয়া শিবির জুড়ে তীব্র জল্পনা

রাজ্য বিজেপি নেতৃত্বের অদল বদল নিয়ে মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক, গেরুয়া শিবির জুড়ে তীব্র জল্পনা


লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় সাফল্য পাওয়ার পর এবার তাদের টার্গেট, আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দলের সংগঠনকে বৃদ্ধি করা। সে ক্ষেত্রে দলের নেতৃত্বদেরকে ছাড়া তো সংগঠন হবে না। আর তাই এবার রাজ্য সভাপতি থেকে বুথ সভাপতি, সমস্ত ক্ষেত্রে সহমতের ভিত্তিতে নেতা বাছাইয়ের জন্য একটি বিশেষ বৈঠক ডাকল গেরুয়া শিবির।

সূত্রের খবর, আগামী মঙ্গলবার কলকাতার আইসিসিআর প্রেক্ষাগৃহে এই বৈঠক অনুষ্ঠিত হবে। যে বৈঠকে বাংলার 18 জন বিজেপি সাংসদ, 14 জন বিধায়ক এবং 38 টি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি ও নেতৃত্বরা উপস্থিত থাকবেন। অন্যদিকে কেন্দ্রের তরফে বাংলার পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, সহ সাধারণ সম্পাদক শিবপ্রকাশ এবং সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনন সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন।

জানা গেছে, এই বৈঠকেই আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বুথ, মন্ডল, জেলা, রাজ্য প্রায় সব জায়গাতেই নেতা বাছাইয়ের কাজ করা হবে। বস্তুত, সাংগঠনিক নির্বাচন বলে বিভিন্ন সময় বিজেপির তরফ থেকে প্রচার করা হলেও এখনও পর্যন্ত এখানে পুরোপুরি ঐক্যমত্যের ভিত্তিতে নেতা মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, মোটে একবার মাত্র বঙ্গ বিজেপিতে ভোট প্রক্রিয়ার মধ্য দিয়ে নেতা বাছাই করা হয়েছিল। আর তারপর সেই ভাবে আর সেই ভোট হয়নি। আর বর্তমানে লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ভালো ফলাফল করার পর যেভাবে বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক বেড়েছে, তাতে বিভিন্ন জেলায় গেরুয়া শিবিরে আদি বনাম নব্যের দ্বন্দ্ব বাড়তেও শুরু করেছে। তবে দলে শৃঙ্খলা এনে সেই সমস্ত গন্ডগোল কিভাবে রোখা যায়, এখন সেটাও বঙ্গ বিজেপির নেতৃত্বের কাছে বড় মাপের একপ্রকার চ্যালেঞ্জ বলে মনে করছে বিশ্লেষকরা।

আর এহেন একটা পরিস্থিতিতে এবার যখন সারা রাজ্য জুড়ে সদস্য সংগ্রহ অভিযানে ব্যস্ত বিজেপি এবং বেশ কিছু জেলায় তারা ভাল সাফল্য পেয়েছে, ঠিক সেইসময়ে সংগঠনের অদল-বদল হওয়ার মত পরিস্থিতি আগামীকাল বিজেপির বৈঠকে হয় কিনা, সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। তবে বিজেপি অনেকটাই শৃঙ্খলাপরায়ন দল বলে দাবি গেরুয়া শিবিরের একাংশের। কেননা তাদের বক্তব্য অনুযায়ী ন্যূনতম 1 বছর দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেই সেই ব্যক্তিকে বিজেপি বুথ সভাপতি করা হয়।

পাশাপাশি কোনো ব্যক্তি যদি তিন বছর পার্টির হয়ে সক্রিয়ভাবে কাজ করেন, তাকেই মন্ডল বা জেলা সভাপতি করা হয়। কিন্তু অন্য ধরনের কোনো নিয়মনীতিকে তোয়াক্কা না করে আসার সাথে সাথেই তাদেরকে পদ দিয়ে দেওয়া হয়। তবে এটা বিজেপিতে হয় না। তাই এক্ষেত্রে বিজেপিতে শৃঙ্খলা না থাকার কোনো প্রশ্নই নেই। তবে কিছু কিছু জেলায় বর্তমানে যেভাবে আদি বনাম নব্য বিজেপির দ্বন্দ্ব শুরু হয়েছে, তাতে অনেক জেলাতেই সংগঠনে বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে।

আর তাই সেদিক থেকে আগামীকাল কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বঙ্গ বিজেপির বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “সাংগঠনিক নির্বাচন নিয়েই সর্বস্তরের নেতাদের প্রশিক্ষণ দিতেই এই বৈঠক।” সব মিলিয়ে আগামীকাল বিজেপির উচ্চপর্যায়ের বৈঠকে সংগঠনের অদল বদল নিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় কিনা, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!