এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যের ১ ডজন মন্ত্রী বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন? মমতার চিন্তা বাড়িয়ে দাবি হেভিওয়েট বিজেপি সাংসদের!!

রাজ্যের ১ ডজন মন্ত্রী বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন? মমতার চিন্তা বাড়িয়ে দাবি হেভিওয়েট বিজেপি সাংসদের!!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায় ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলের বিধায়ক, নেতা, সাংসদকে গেরুয়া শিবিরে যোগ দিতে দেখা গেছে। প্রায় প্রতিদিনই দিল্লির পার্টি অফিসে তৃণমূলের কোন শীর্ষ নেতা যোগদান করবেন, তা নিয়ে চমক ছিল রাজনৈতিক মহলে। সকলেই আশা, আশঙ্কায় দিন গুনছিলেন। কিন্তু অনেকদিন থেকেই সেই দলবদল প্রক্রিয়া বন্ধ।

নিচুতলায় অনেক কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করলেও, সেভাবে শীর্ষ স্তরের তৃণমূলের কোনো নেতা, মন্ত্রীকে গেরুয়া শিবিরে নাম লেখাতে দেখা যায়নি। তবে এবার এই ব্যাপারে রীতিমত বিস্ফোরক মন্তব্য করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। যেখানে রাজ্যের তৃণমূল সরকারের প্রায় 12 জন মন্ত্রী বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে দাবি করলেন তিনি। আর সৌমিত্রবাবুর এই দাবিকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন বাকুড়ায় একটি দলবদল পর্বে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, “কালীঘাটের ভাইপোর যুবশক্তিতে কেউ থাকতে চায় না‌। দলবদল প্রক্রিয়া অব্যাহত থাকবে। রাজ্যের 12 জন মন্ত্রী বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।” আর সৌমিত্রবাবু রাজ্যের 12 জন মন্ত্রী বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে মন্তব্য করায় এখন তৃণমূলের অনেকের ঘাম ঝরতে শুরু করেছে। সত্যি সত্যিই কি তাহলে তৃণমূলের অনেক হেভিওয়েট মন্ত্রী এবার গেরুয়া শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছেন!

একাংশের মতে, যদি এমনটা নাই হবে, তাহলে হঠাৎ করে সৌমিত্র খাঁ এমন কথা বললেন কেন! তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো সত্যতা রয়েছে। তবে অপর অংশ আবার বলছেন, আসলে তৃণমূল কংগ্রেসে ফাটল ধরাতে এবং দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতেই সৌমিত্র খাঁ এই ধরনের কথা বলছেন।

বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যিই সৌমিত্র খাঁয়ের এই দাবির সত্যতা পায়, তাহলে তৃণমূল কংগ্রেসের ঘুম উড়তে চলেছে। যেভাবে 12 জন মন্ত্রী বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন বলে তিনি দাবী করলেন, তাতে সেই হেভিওয়েট মন্ত্রীরাও যদি গেরুয়া শিবিরে যোগ দেন, তাহলে 2021 এ আবার ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখার জন্য তৃনমূল কংগ্রেসকে অনেকটাই চাপে থাকতে হবে বলে মনে করছে একাংশ। এখন সৌমিত্রবাবুর এই মন্তব্যের সঙ্গে বাস্তব কতটা মিল খায়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!