এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যকে চাপে ফেলতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে অভিযোগ বিজেপির!

রাজ্যকে চাপে ফেলতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে অভিযোগ বিজেপির!

করোনা পরিস্থিতিতে এখন বঙ্গ রাজনীতি অত্যন্ত ঘোরালো হয়ে উঠেছে। প্রথমদিকে সরকারের কাজে সন্তোষ প্রকাশ করা হলেও, বর্তমানে রেশনের জিনিস বন্টন থেকে শুরু করে অন্যান্য বিষয়ে রাজ্যের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। ইতিমধ্যেই রাজ্যের বেশকিছু জায়গাকে উদ্বেগজনক বলে প্রকাশ করে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। যা নিয়ে সরব হয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারা।

এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে উষ্মা প্রকাশ করেছেন। কেন রাজ্যকে আগে জানানো হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আর এমত পরিস্থিতিতে যখন কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যের সমস্ত খুঁটিনাটি ব্যাপার পরিদর্শন করছেন, ঠিক তখনই সেই দলকে রাজ্যের ব্যাপারে নালিশ জানানোর উদ্যোগ নিল ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, এদিন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করেন। আর সেখানেই দিলীপ ঘোষ সহ উপস্থিত বিজেপির অন্যান্য নেতারা কৈলাসবাবুকে অভিযোগ জানান যে, রাজ্যে রেশনের চাল ঠিকমত বিলি হচ্ছে না। বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। করোনাতে আক্রান্ত এবং মৃতদের সংখ্যা চেপে যাচ্ছে রাজ্য সরকার। আর রাজ্যের বিজেপি নেতাদের পক্ষ থেকে প্রশাসনের বিরুদ্ধে এই অভিযোগ শোনার পরেই তার পথ বাতলে দেন কৈলাস বিজয়বর্গীয়।

রাজ্যের বিজেপি নেতাদের তিনি বলেন, “আপনারা কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে অভিযোগ জানান।” আর রাজ্যকে চাপে ফেলতে বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় পক্ষ থেকে রাজ্য বিজেপিকে এই বার্তা দেওয়ার পরেই, রীতিমতো বিজেপি নেতারা উদ্যোগী হয়, পশ্চিমবঙ্গের প্রশাসনের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে অভিযোগ জানানোর জন্য। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে বাঁকুড়ার বিজেপি সাংসদ ডাক্তার সুভাষ সরকার বিস্তারিত তথ্য দিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে একগুচ্ছ অভিযোগ মেল মারফত জানিয়ে দিয়েছেন।

আর বিজেপির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ার পরেই এখন রীতিমতো শোরগোল তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। একেই কেন্দ্রীয় প্রতিনিধি দলের চরম বিরোধিতা করছে রাজ্যের শাসক দল। তার মধ্যে বিজেপির পক্ষ থেকে এভাবে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে রাজ্যের বিরুদ্ধে নানা অভিযোগ করায় রাজ্য সরকার যে আরও বিরোধীদের বিরুদ্ধে সরব হবে, তা বলাই যায়। তবে গোটা ঘটনায় সব থেকে বেশি রাজনীতিই উঠে আসছে বলে দাবি করছেন একাংশ।

এখন করোণা মহামারির মত পরিস্থিতিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের কাছে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ করার পর সেই প্রতিনিধিদল কি পদক্ষেপ নেয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে পাল্টা কি বক্তব্য আসে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!