এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্যে বাড়ছে রেকর্ড সংখ্যায় করোনা সংক্রমণ, সুস্থ হচ্ছেন অনেকেই, আশা – আতঙ্কে রাজ্যবাসী

রাজ্যে বাড়ছে রেকর্ড সংখ্যায় করোনা সংক্রমণ, সুস্থ হচ্ছেন অনেকেই, আশা – আতঙ্কে রাজ্যবাসী


রবিবারই চতুর্থ দফার লকডাউনের শেষ দিন। সোমবার থেকেই ‘আনলক ১’। তার ফলে কনটেনমেন্ট জোন ছাড়া সর্বত্র অনেকটাই শিথিল হচ্ছে নিয়মকানুন। কিন্তু তার আগে করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের মেডিক্যাল বুলেটিনে বাড়ল উদ্বেগ। কারণ, হু হু করে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। ঘটছে প্রাণহানিও।

বিবার মেডিক্যাল বুলেটিনে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, ২৪ ঘন্টা সময়ে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন রাজ্য জুড়ে। ৩১ মে স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়েছে ৩৭১ জন আক্রান্ত হয়েছেন। তবে অন্যদিকে এদিন বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৮৭ জন। এদিন মৃত্যু হয়েছে ৮ জনের। যা ঘিরে আশা আশঙ্কায় রাজ্যবাসী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে, নতুন আক্রান্তদের নিয়ে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫,৫০১ জনে। এছাড়া বাংলায় নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩১৭। এর মধ্যে কো মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের।গতকাল এই সংখ্যাটা ছিল মোট ৩০৯ জনে। সক্রিয় আক্রান্তের সংখ্যাটা ছিল ২,৮৫১। রবিবার সেই সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেল। সক্রিয় আক্রান্তের সংখ্যাটা বেড়ে হল ৩০২৭ জন।

শুধু মৃতের দিক থেকেই নয়,আক্রান্তের দিক থেকেও সবচেয়ে বেশি কলকাতায়। গত ২৪ ঘন্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭২ জন। এই নিয়ে শহরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২,১২৫ জনে। গতকাল এই সংখ্যাটা ছিল ২০৫৩। এদিকে রাজ্যে করোনা আক্রান্তদের সুস্থতার হার ৩৯.২১ শতাংশ।

প্রসঙ্গত, করোনা হটস্পট থেকে পরিযায়ী শ্রমিকরা ফেরার পর থেকেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে বলে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আশঙ্কাই যেন সত্যি হল। গত কয়েকদিনে ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!