এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শাসকদলকে অস্বস্তিতে ফেলে নির্বাচন কমিশনার জানিয়ে দিলেন ‘চারিদিকে নৈরাজ্য চলছে’

শাসকদলকে অস্বস্তিতে ফেলে নির্বাচন কমিশনার জানিয়ে দিলেন ‘চারিদিকে নৈরাজ্য চলছে’


বিরোধীদের দাবিকে মান্যতা দিয়ে রাজ্য সরকার তথা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে বড়সড় অস্বস্তিতে ফেলে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং। বর্তমানে রাজ্যজুড়ে চলছে পঞ্চায়েতের জন্য মনোনয়ন তোলা ও জমা দেওয়ার কাজ। আর সেখানেই রাজ্যের কোনায় কোনায় শাসকদল তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হতে হচ্ছে বিরোধীদের বলে অভিযোগ। এই মনোনয়ন-পর্ব শেষ হলে শুরু হবে প্রচার-পর্ব। সেই প্রচার পর্বের আগেই পরিস্থিতি সম্পর্কে অবগত করতে ১৭০ জন নির্বাচনী পর্যবেক্ষকদের নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক হয় শিশির মঞ্চে। সেখানে রাজ্য নির্বাচন কমিশনার অরমেন্দ্র কুমার সিং মন্তব্য করেন, চারিদিকে নৈরাজ্য চলছে। কিন্তু আপনারা কাজ করুন সততার সঙ্গে। প্রয়োজনে আমাকে ফোন করুন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আর রাজ্য নির্বাচন কমিশনারের এহেন মন্তব্য সামনে আসতেই রীতিমত হুলুস্থুলু পরে গেছে রাজ্য-রাজনীতিতে। এতদিন শাসকদলের ‘সন্ত্রাস’ নিয়ে একতরফাভাবে মুখ খুলেছিল বিজেপি। কিন্তু তারপরেই সিপিএমের প্রাক্তন দুই সাংসদ রামচন্দ্র ডোম ও বাসুদেব আচারিয়া আক্রান্ত হন। মনোনয়ন জমা দিতে না পেরে অনুগামীদের নিয়ে ফিরে আসতে বাধ্য হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এরমধ্যেই রাজ্যের ‘অশান্তির’ ছবি তুলে ধরে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য বিজেপি। আর তার আগে রাজ্য নির্বাচন কমিশনারের এহেন মন্তব্য রীতিমত জল্পনা বাড়াল রাজ্য-রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!